ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের ডেরায় রয়েছে লিওনেল মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপের মতো তারকারা। সাথে আছে অ্যাঞ্জেল ডি মারিয়া, ইকার্দিরাও। এরপরেও নিজেদের সেরা ছন্দ খুঁজে পাচ্ছে না প্যারিস সেন্ট জার্মেইন। সব হতাশা ভুলে নতুন বছরে পিএসজি সম্ভাব্য সব শিরোপা জিততে চায় বলে জানিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
২০২১-২২ মৌসুমের শুরুতে কিছুটা অপ্রতিরোধ্য থাকলেও বছরের শেষ দিকে এসে কিছুটা খেই হারিয়ে বসেছিল পিএসজি। শুধু তাই নয়, দলের সেরা তারকা নেইমারও নিজের ছন্দ খুঁজে পাচ্ছেন না। নতুন বছরের প্রথমবারের মতো স্কোয়াডে ফিরেছেন লিওনেল মেসি। সব তারকাদেরকে নিয়ে নতুন বছরে সম্ভাব্য সব শিরোপা জয়ের আশা প্রকাশ করেছেন ডি মারিয়া।
তিনি বলেন, ‘এই বছরটা খুব শক্তভাবে শুরু করছি আমরা। সবাইকে টেনে একপাশে সরিয়ে রেখে আবার সবকিছু জেতার চেষ্টা নিয়েই মাঠে নামবো। ফ্রেঞ্চ লিগ এখন অনেক বেশি মজবুত, সব দল দারুণ খেলছে। এটা সহজ নয়। আমাদের শেষ মুহূর্তে গোল করতে ভাগ্য সহায়তা করেছে। যদি কোনো ফল না আসে সমালোচনা স্বাভাবিক। কিন্তু আমরা শতভাগ চেষ্টা করছি। সম্ভাব্য সব শিরোপাই জেতার চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চ পর্যায়ে থেকে।’
দলে অনেক তারকা থাকলেও ইনজুরি সমস্যা বেশ পিএসজিকে বেশ ভালোভাবেই ভোগাচ্ছে। ইনজুরি প্রসঙ্গে ডি মারিয়া বলেন, ‘সবাইকে ফিট রাখা ও একটা পারফেক্ট দল দ্রুত করে ফেলা কঠিন। এখানে অনেক মানসম্পন্ন ফুটবলার আছে, প্রতি বছর তার সঙ্গে নতুনরাও যুক্ত হচ্ছে। যদি আপনার কাছে পৃথিবীর সেরা দলও থাকে, এটা তখনও সহজ নয় যখন একে-অপরকে চিনবেন না। একবার সেটা হয়ে গেলে। সবকিছু নিজের মতো করেই চলবে।’
চলতি ২০২১-২২ মৌসুমে বার্সেলোনার সাথে ২১ বছরের সম্পর্কের ছেদ ঘটিয়ে পিএসজিতে যোগ দেন মেসি। ধারণা করা হয়, মেসির পিএসজিতে যোগ দেওয়ার ব্যাপারে অনেকটা বড় অবদান রেখেছেন ডি মারিয়া। এমনকি লিগ ওয়ানে মেসির করা একমাত্র গোলেও অবদান রেখেছেন তিনি।
মেসিকে ডি মারিয়ার ভাষ্য, ‘মেসির সঙ্গে আগে থেকে সম্পর্ক থাকাটা গুরুত্বপূর্ণ। কারণ আমি তাকে জানি এবং এটাও জানি সে কোন জায়গাটাতে থাকে। সে বলের জন্য তাকিয়ে থাকে আর গোল করতে চায়। অথবা বলটা ধরে ওয়ান-অন-ওয়ান জায়গায় চলে যেতে চায়। ধীরে ধীরে মেসি নিজেকে খুঁজে পাবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]