কোপা দেল রে’তে বার্সেলোনার হার, শেষ আটে রিয়াল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২১ জানুয়ারি ২০২২
কোপা দেল রে’তে বার্সেলোনার হার, শেষ আটে রিয়াল

বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা এক স্বাক্ষাৎকারে বলেছিলেন, নতুন বছরে নতুন রূপে ফিরে আসবে বার্সেলোনা। সৌদি আরবের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে সুপার কোপাতে সেই কথার আঁচ পাওয়া গেলেও কোপা দেল রে’তেই আবার ছন্নছাড়া স্প্যানিশ জায়ান্টরা।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-২ গোলের ব্যবধান হেরে ছিটকে পড়েছে শেষ ষোলো থেকেই। ওইদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারের রাতে এলচেকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছে গেছে রিয়াল মাদ্রিদ।

বিলবাওয়ের ঘরের মাঠে সান মামেসে ম্যাচের মাত্র ২ মিনিটের মাথায় স্প্যানিশ তারকা ইকার মুনিয়ানের গোলে এগিয়ে যায় বিলবাও। নিকো উইলিয়ামসের পাস থেকে পাওয়া বলে কোনাকুনি শট নিয়েছিলেন মুনিয়ান। দূরপাল্লার শট হলেও মাপা লাইনে বল গিয়ে আশ্রয় নেয় গোলপোস্টে।

গোল খেয়ে পাল্টা আক্রমণ করতে থাকে বার্সা। তারই জেরে ম্যাচের ২০ মিনিটের মাথায় দারুণ এক গোলে সমতা টানেন সদ্যই ন্যু ক্যাম্পে আসা ফেরান তোরেস। সার্জিও বুসকেটস পাস দিয়েছিলেন ডি-বক্সে। বাঁ দিকে বল পেয়ে জোরালো শটে বার্সার জার্সিতে প্রথম গোল করতে ভুল করেননি তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড।

এরপর আর কোনো গোল না হলেও আসল রোমাঞ্চটা জমে ছিলো বিরতির পরের অর্ধের জন্য। ৮৬ মিনিটে বিলবাওকে এগিয়ে নেন ইনিগো মার্টিনেজ। তখন মনে হচ্ছিলো জিতেই যাবে বিলবাও। কিন্ত ইনজুরি টাইমের ৩ মিনিটের মাথায় গোল করে বার্সাকে রক্ষা করেন পেদ্রি। তবে আর শেষ রক্ষা হলো না। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটের মাথায় পেনাল্টিতে গোল করে ৩-২ ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন মুনিয়ান।

অন্যদিকে এলচের মাঠে কঠিন পরীক্ষাই দিতে হলো রিয়াল মাদ্রিদকে।। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় ম্যাচ গড়ায় অতিরক্ত সময়ে। ঠিক তখনই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্সেলো। ১০ জনের দলে পরিণত হওয়ার পরপরই গোল হজম করে বসে রিয়াল।

সবাই ভেবেছিল বার্সেলোনার মত রিয়ালের ভাগ্যও বোধহয় হোঁচট খেলো। তবে সেটা হতে দিলো না ৭ মিনিটের এক ঝড়। ৭ মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে দারুণভাবে ম্যাচটি নিজেদের করে নেয় দলটি। ১০৮ মিনিটে ইসকো এবং ১১৫তম মিনিটে ডেভিড আলভার পাসে কোনাকুনি গোল করে রিয়ালের ২-১ গোলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন এডেন হ্যাজার্ড।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আলকোয়ানোকে হারিয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

আলকোয়ানোকে হারিয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

বিলবাওকে বিধ্বস্ত করে বার্সেলোনার শিরোপা জয়

বিলবাওকে বিধ্বস্ত করে বার্সেলোনার শিরোপা জয়

৩৪ বছর পর সোসিয়েদাদের ঘরে কোপা দেল রে’র শিরোপা

৩৪ বছর পর সোসিয়েদাদের ঘরে কোপা দেল রে’র শিরোপা

ডেম্বেলে নিয়ে মধুর বিড়ম্বনা, চুক্তি নবায়নে বার্সেলোনার চাপ

ডেম্বেলে নিয়ে মধুর বিড়ম্বনা, চুক্তি নবায়নে বার্সেলোনার চাপ