গ্রীষ্মেই ফরাসী উইঙ্গার ওসমান ডেম্বেলের সাথে বার্সেলোনার চলমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। যে কারণে ফ্রি ট্রান্সফারে পরিণত হওয়ার আগে ডেম্বেলের সাথে চুক্তি নবায়ন করতে মরিয়া কাতালান জায়ান্টরা। অন্যথায় চলতি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই তাকে ক্লাব ছাড়তে হবে বলেও ইঙ্গিত দিয়ে দিয়েছে বার্সা কোচ জাভি হার্নান্দেজ। বর্তমান ট্রান্সফার উইন্ডোতে ২৪ বছর বয়সী ডেম্বেলেকে অন্য দলের কাছে ছেড়ে অন্তত কিছু অর্থ আসবে বার্সেলোনা পকেটে।
২০১৭ সালে ১৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই ইনজুরিতে ভুগছেন ডেম্বেলে। করোনা মহামারীর কারণে আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে ইতিমধ্যেই অন্য ক্লাবের কাছে ছেড়ে দিয়েছে বার্সেলোনা। কিন্তু তারপরও এই ফ্রেঞ্চম্যানকে দলে এখনো ধরে রাখতে চায় বার্সা।
জাভি জানিয়েছেন, গত পাঁচ মাস ধরেই এ নিয়ে আলোচনা চলে আসছে এবং এখন আর অপেক্ষা করার সময় নেই। গ্রীষ্মের আগে ডেম্বেলেকে ছেড়ে দেওয়ার কোন পরিকল্পনা এখনো তার মাথায় নেই।
এক সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘হয় তাকে (ওসমান ডেম্বেলে) চুক্তি নবায়ন করতে হবে নতুবা এ মাসেই দল ছাড়তে হবে। এখানে অন্য কোন বিকল্প নেই। আমরা এই মুহূর্তে একটা জটিল পরিস্থিতিতে পড়ে গেছি, ডেম্বেলের উচিত এই অবস্থা থেকে সব কিছু স্পষ্ট করা।’
তিনি আরও বলেন, ‘সেও (ওসমান ডেম্বেলে) থাকতে চায়, কিন্তু উভয় পক্ষের সমঝোতা হচ্ছে না। সে কারণে ক্লাব হিসেবে আমাদেরকেই এর সমাধান খুঁজে বের করতে হবে। বিষয়টা লজ্জার, আমি যখন থেকে কোচ হিসেবে দায়িত্ব নিয়েছি তখন থেকেই সে সম্ভাব্য প্রতিটি মিনিট নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]