কিছুদিন ধরেই গুঞ্জন ছিল বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা দলে থাকবেন না লিওনেল মেসি। শেষ পর্যন্ত হয়েছেও তাই। বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে দলের সেরা তারকাকে রাখেনি কোচ লিওনেল স্ক্যালোনি।
চলতি বছরের শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হন লিওনেল মেসি। সেই ধকল কাটিয়ে এখনও নিজের পুরোনো ছন্দে ফিরতে পারেনি পিএসজি তারকা। এ কারণে চলতি বছর এখনও মাঠে নামতে পারেননি তিনি।
এখনও মাঠে ফিরতে না পারায় তাকে বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াডে না রাখার জন্য অনুরোধ করেছিল পিএসজি কর্তৃপক্ষ। এ কারণেই দলে জায়গা পাননি আর্জেন্টিনার দলে জায়গা পাননি মেসি।
চলতি বছরের ২৭ জানুয়ারি বিশ্বকাপ বাছাই পর্বে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি। এর চার দিন পর ১ ফেব্রুয়ারি কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা।
ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ১৩ ম্যাচ খেলে আট জয় এবং পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। সমান সংখ্যক ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল।
আর্জেন্টিনা দল:
ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হুয়ান মুস্সো (আটলান্টা), এস্তেবান আনদ্রাদা (মন্তেরি),নাউয়েল মোলিনা (উদিনেস), গনসালো মন্টিয়েল (সেভিয়া), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেটিস), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেস (আয়াক্স), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনা (সেভিয়া),লুকাস ওকামপোস (সেভিয়া), লিয়ান্দ্রো পারদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (রিয়াল বেটিস), রদ্রিগো ডি পল (আটলেটিকো মাদ্রিদ), জিওভানি লো চেলসো (টটেনহ্যাম হটস্পার), আলেহান্দ্রো গোমেস (সেভিয়া), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), আলেক্সিস মাক আলিসতের (ব্রাইটন),নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), আঞ্জেল কোররেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), হুলিয়ান আলভারেস (রিভার প্লেট), লাউতারো মার্টিনেস (ইন্টার মিলান), হোয়াকিন কোররেয়া (ইন্টার মিলান), পাওলো দিবালা (ইউভেন্তুস)।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]