কমেছে কাতার বিশ্বকাপের টিকিট মূল্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৭ পিএম, ১৯ জানুয়ারি ২০২২
কমেছে কাতার বিশ্বকাপের টিকিট মূল্য

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আয়োজিত হবে ২০২২ ফুটবল বিশ্বকাপ। এ আসরের জন্য টিকিট বিক্রি শুরু করেছে বিশ্বকাপ আয়োজকরা। কিন্তু পূর্বের নির্ধারিত মূল্য থেকে কমেছে দাম। বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক দেশ।

এশিয়ায় দ্বিতীয়বার এবং মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। ফুটবলের বিশ্ব আসরে দর্শক থাকবে কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও  টিকিট বিক্রি শুরু করেছে আয়োজক দেশ।

স্থানীয় বাসিন্দা এবং অভিবাসি শ্রমিকদের জন্য মাত্র ১১ ডলারের বিনিময়ে উপভোগ করতে পারবে বিশ্বকাপের ম্যাচ। আর আন্তর্জাতিক দর্শকদের জন্য টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৯ ডলার।

কোভিড পরিস্থিতির মধ্যে কতজন দর্শক প্রবেশের অনুমতি পাবেন সে বিষয়ে এখনও কিছু জানায়নি ফিফা। পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। 

২০১৮ রাশিয়া বিশ্বকাপের থেকে এক-তৃতীয়াংশ কম মূল্যে কাতার বিশ্বকাপের জন্য টিকিট বিক্রি করা হচ্ছে। তবে ফাইনাল ম্যাচের জন্য দর্শকদের খরচ করতে হবে ১৬০৭ ডলার।

টিকিটের জন্য দর্শকের আবেদন নেওয়া শুরু করেছে কাতার কর্তৃপক্ষ। লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকদের নাম ঘোষণা করা হবে ৮ মার্চ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপে ‘পরিবহনযোগ্য’ স্টেডিয়াম

কাতার বিশ্বকাপে ‘পরিবহনযোগ্য’ স্টেডিয়াম

কাতার বিশ্বকাপ, ইতালি নাকি পর্তুগাল?

কাতার বিশ্বকাপ, ইতালি নাকি পর্তুগাল?

ভিএআর নিয়ে ক্ষুব্ধ ব্রাজিল কোচ তিতে

ভিএআর নিয়ে ক্ষুব্ধ ব্রাজিল কোচ তিতে

সুইডেনকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো স্পেন

সুইডেনকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো স্পেন