বার্সেলোনার সাথে নতুন চুক্তি করেই অস্ত্রোপাচারের টেবিলে উমতিতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২২
বার্সেলোনার সাথে নতুন চুক্তি করেই অস্ত্রোপাচারের টেবিলে উমতিতি

চলতি মৌসুমটা একদমই ভালো যাচ্ছে না বার্সেলোনার। আর্থিক সমস্যা, করোনা এবং খেলোয়াড়দের ইনজুরি মিলিয়ে বেশ বাজে অবস্থায় আছে কাতালান ক্লাবটি। এবার দুঃসংবাদ হয়ে এলো সেন্টার ব্যাক স্যামুয়েল উমতিতির ইনজুরি। বার্সেলোনার সাথে নতুন চুক্তি করে আর মাঠে নামা হলো না তার।

সোমবার (১৭ জানুয়ারি) সকালে ট্রেনিং সেশনে পায়ে চোট পান ফরাসি তারকা। পরীক্ষা-নিরীক্ষার পর বার্সেলোনার মেডিকেল টিম নিশ্চিত করেছে, বেশ মারাত্মকভাবেই পায়ে চোট পেয়েছেন উমতিতি। ধারণা করা হচ্ছিলো, এর জন্য হয়তো অপরাশেন করা লাগতে পারে। সেই অনুমানই সত্যি হতে যাচ্ছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) ডাঃ আন্তোনি ডালমাউয়ের অধীনে ফরাসি তারকার অস্ত্রোপাচার সম্পন্ন করা হবে। এর ফলে আগামী দুই থেকে তিনমাস মাঠে নামতে পারবেন না এই ডিফেন্ডার।

উমতিতির আগে ইনজুরিতে পড়েছিলেন আরেক নির্ভরযোগ্য সেন্টারব্যাক এরিক গার্সিয়া। এবার উমতিতির ইনজুরি মিলিয়ে সেন্টারব্যাকের পজিশনে খেলোয়াড় নিয়ে সমস্যায় পড়ে গেলেন বার্সা কোচ জাভি।

জাভির হাতে এখন অপশন বলতে অভিজ্ঞ জেরার্ড পিকে, রোনাল্ড আরাউজো, অস্কার মিনগুয়েজা এবং ক্লেমেন্ট লেংলেট। এদের নিয়েই বাকি ম্যাচগুলো চালিয়ে নিতে হবে বার্সাকে।

২০১৬ সালের ১৪ জুলাই ১৫ মিলিয়ন ইউরোতে অলিম্পিক লিও থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন উমতিতি। চলতি বছরের জানুয়ারিতে আরো ৪ বছরের জন্য চুক্তি বাড়িয়ে নেন ফ্রান্স তারকা। ২০২৬ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকবেন তিনি।

বার্সেলোনার হয়ে এ পর্যন্ত ৯১ ম্যাচে মাঠে নেমেছেন উমতিতি। জিতেছেন দুইটা লা লিগা, তিনটা স্প্যানিশ কাপ এবং দুইটা স্প্যানিশ সুপার কাপ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিকে টপকে ফিফার বর্ষসেরা লেভানডোভস্কি

মেসিকে টপকে ফিফার বর্ষসেরা লেভানডোভস্কি

বার্সেলোনাকে বিদায় করে ফাইনালে রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে বিদায় করে ফাইনালে রিয়াল মাদ্রিদ

গাভির প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ জাভি

গাভির প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ জাভি

জয়ে নতুন বছর শুরু করলো বার্সেলোনা

জয়ে নতুন বছর শুরু করলো বার্সেলোনা