অনেক স্বপ্ন নিয়ে ইংলিশ ক্লাব চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এডেন হ্যাজার্ড। তবে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই নিজেকে মাঠে মানিয়ে নিতে বেশ বেগ পাচ্ছেন হ্যাজার্ড। একের পর এক ইনজুরি আর সাইড বেঞ্চেই কাটছে হ্যাজার্ডের রিয়াল অধ্যায়। এমন সময়ই রিয়াল ছাড়ার ইচ্ছা জানিয়েছেন এ বেলজিয়ান তারকা।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও মাঠে ছিলেন না এডেন হ্যাজার্ড। পুরোটা সময় ছিলেন সাইড বেঞ্চে। এমন সময় দল শিরোপা জিতলেও আনন্দ উল্লাসেও ছিলেন না। তখনই বোঝা যাচ্ছিলো হয়তো রিয়ালে সুখী নন তিনি। এরপরেই ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যম জানায় রিয়াল ছাড়তে মরিয়া হয়ে আছেন এডেন হ্যাজার্ড।
রিয়াল ছাড়তে চাইলে ঠিক কখন দল ছাড়বেন এ বিষয়ে এখনও কিছু জানাননি হ্যাজার্ড। তবে বেশিরভাগ সংবাদমাধ্যমই জানাচ্ছে গ্রীষ্মকালীন দল-বদলে ক্লাব পরিবর্তনে বেশি আগ্রহী।
২০১৯ সালে প্রায় ১৫ কোটি ইউরোর বিনিময়ে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন এডেন হ্যাজার্ড। এরপর থেকেই একের পর এক ইনজুরি সমস্যা ভুগছেন তিনি।
আর অনেক সময় সুস্থ হলেও একাদশে জায়গা পেতেও হ্যাজার্ডকে বেশ বেগ পেতে হয়েছে। মূলত প্লেয়িং টাইম সমস্যার কারণেই রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০২৪ সাল পর্যন্ত রিয়ালের সাথে চুক্তির মেয়াদ থাকলেও এর আগেই লস ব্ল্যাঙ্কোসদের শিবির থেকে বিদায় নিতে যাচ্ছেন হ্যাজার্ড। তবে নতুন কোন ক্লাবে যোগ দিবেন তা এখনও জানা যায়নি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]