ফিফার বিশেষ সম্মাননা পেলেন রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২২
ফিফার বিশেষ সম্মাননা পেলেন রোনালদো

ফিফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। না থাকলেও ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ঠিকই পুরষ্কার পেলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিককে দেওয়া হলো বিশেষ সম্মাননা।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে জুরিখে অনুষ্ঠিত হয় ফিফার বর্ষসেরা পুরষ্কার বিতরণী। ফিফা বর্ষসেরা পুরষ্কারটা নিজের করে নিয়েছেন পোলিশ তারকা রবার্ট লেভানডস্কি। বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় না থাকলেও ঠিকই বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন রোনালদো।

ইরানের আলি দাইকে পিছনে ফেলে ২০২১ সালে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৬ বছর বয়সী এ ফুটবলার পর্তুগালের হয়ে করেছেন ১১৫ গোল। তবে এখনই ফুটবল ছাড়তে চাননা তিনি। এগিয়ে যেতে চান আরও।

রোনালদো বলেন, ‘এখনও খেলাটির প্রতি এবং গোল করার প্রতি আমার প্যাশন কাজ করে। পাঁচ বছর বয়স থেকে ফুটবল খেলছি। যখন আমি মাঠে যাই, এমনকি অনুশীলন করি, আগের মতোই অনুপ্রেরণা অনুভব করি। কদিনের মধ্যে ৩৭ বছর হবে আমার, কিন্তু আমি ভালো বোধ করছি। কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি।’

বয়স ৩৬ হলেও এখনই থামতে চান না পর্তুগিজ তারকা রোনালদো। আরও চার-পাঁচ বছর ফুটবল খেলতে চান তিনি। মানসিকভাবে সুস্থ থাকলে আরও দীর্ঘ সময় ফুটবলের সাথে থাকবেন বলে জানান তিনি।

বলেন, ‘আমি খেলাটিকে ভালোবাসি এবং খেলাটির প্রতি আমার আবেগ আছে। আমি চালিয়ে যেতে চাই। আশা করি, হয়ত আরও চার বা পাঁচ বছর ফুটবল খেলে যেতে পারব। এটা আসলে (বয়স নয়) মানসিক বিষয়। নিজের শরীরের যথাযথ যত্ন নিলে প্রয়োজনের সময় প্রতিদান মিলবে।’

সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল করার পিছনে সতীর্থদের অবদানকেও ছোট করে দেখেন নি রোনালদো। বলেন, ‘প্রথমত গত ২০ বছর ধরে পাওয়া জাতীয় দলের সব সতীর্থ, যাদের সঙ্গে আমি খেলেছি, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। রেকর্ডটা ছিল ১০৯ গোলের, তাই তো? তাহলে এখন ছয়টা বেশি গোল আমার। আমি ভীষণ গর্বিত। ফিফার কাছ থেকে এটা আমার জন্য বিশেষ পুরস্কার। সংস্থাটিকে আমি ভীষণ শ্রদ্ধা করি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিকে টপকে ফিফার বর্ষসেরা লেভানডোভস্কি

মেসিকে টপকে ফিফার বর্ষসেরা লেভানডোভস্কি

৮৫ মিনিটেই ম্যাচ শেষের বাঁশি বাজালেন রেফারি

৮৫ মিনিটেই ম্যাচ শেষের বাঁশি বাজালেন রেফারি

ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ আইভেরি কোস্টের গোলরক্ষক 

ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ আইভেরি কোস্টের গোলরক্ষক 

ফিফার পঞ্চম আনুষ্ঠানিক ভাষা হবে আরবি

ফিফার পঞ্চম আনুষ্ঠানিক ভাষা হবে আরবি