ইতালিয়ান সিরি'আ তে বড় অঘটনের জন্ম দিলো সেরা দশের বাইরে থাকা স্পেজিয়া। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ইতালিয়ান জায়ান্ট এসি মিলানকে হারিয়েছে তারা। এসি মিলানের সামনে সুযোগ ছিল স্পেজিয়ার বিপক্ষে জিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে টপকে লিগে শীর্ষস্থান দখল করার। উল্টো ২-১ গোলের ব্যবধানে হেরে ৩ পয়েন্ট হাতছাড়া করলো স্টেফানো পিওলির শিষ্যরা।
সোমবার (১৭ জানুয়ারি) রাতে মিলানের ঘরের মাঠ সান সিরো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে নিজেদের অধিপত্য দেখাতে শুরু করে এসি মিলান। কম যায়নি স্পেজিয়াও। তারাও সমানতালে খেলে যাচ্ছিলো। কিন্তু গোলের দেখা পাচ্ছিলো না কোনো দলই। প্রথমার্ধের একদম অন্তিম মুহূর্তে সুযোগ আসে মিলানের সামনে।
ম্যাচের তখন ৪৫ মিনিট। স্পেজিয়ার রক্ষণভাগের অসাবধানতার সুযোগে বল পেয়ে যান মিলানের রাফায়েল লিয়াও। দারুণ শটে নজর কাড়া গোলে মিলানকে এগিয়ে নিতে কোনো ভুলই করেননি তিনি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এসি মিলান।
প্রথমার্ধে গোল খেয়ে বিরতির পর গোল শোধ করতে মরিয়া হয়ে খেলতে থাকে স্পেজিয়া। ম্যাচের ৬৩ মিনিটে আসে সেই সুযোগ। বল দখলে পেয়ে দারুণ এক বাঁক খাওয়া শট নিয়েছিলেন স্পেজিয়ার কেভিন আগুদেলো। চেষ্টা করেও সেই শট রুখতে পারেননি মাইক মাইগনান। সমতায় ফিরে আসে স্পেজিয়া।
পরের সময়টায় আর গোলের দেখা পায়নি কোনো দলই। ৯০ মিনিটে ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেই সময়টাই কাজে লাগায় স্পেজিয়া। অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটের মাথায় বল পেয়ে কোনাকুনি শট নিয়েছিলেন এমানুয়েল গ্যাসি। তার বুলেট শট জালে জড়াতেই সান সিরোতে লেখা হয়ে যায় অঘটন!
এই জয়ে এক ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের ১৫ থেকে ১৪ তে চলে এসেছে স্পেজিয়া। ওইদিকে ২২ ম্যাচে ১৫ জয় ৩ ড্র ৪ হারে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়েই রইলো এসি মিলান। এক ম্যাচ কম খেলে ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]