মেসিকে টপকে ফিফার বর্ষসেরা লেভানডোভস্কি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১২ এএম, ১৮ জানুয়ারি ২০২২
মেসিকে টপকে ফিফার বর্ষসেরা লেভানডোভস্কি

সবার ধারণা ছিলো ব্যালন ডি অরের মতো ফিফার বর্ষসেরার ফুটবলারের খেতাবটাও নিজের করে নিবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কেননা ২০২১ সালের নভেম্বরেই সপ্তম ব্যালন ডি অর জিতেছিলেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। তবে এবার হলো না। মেসিকে টপকে ফিফা বর্ষসেরা পুরস্কার নিজের করে নিলেন পোল্যান্ড তারকা রবার্ট লেভানডোভস্কি।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার প্রধান কার্যালয়ে ঘোষণা করা হয় ২০২১ সালের ফিফা বর্ষসেরা পুরস্কার। যেখানে কয়েক মৌসুম ধরে দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে অনায়াসেই লিওনেল মেসি ও মোহাম্মাদ সালাহকে পেছনে ফেলে ফিফা দ্য বেস্ট জিতে নিয়েছেন বায়ার্ন মিউনিখ তারকা।

এ নিয়ে টানা দুইবার ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পোলিশ তারকা। আগেরবারও এই পুরস্কার নিজের করে নিয়েছিলেন সময়ের তিনি। মেয়েদের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আলেক্সা পুতেলাস।

বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন চেলসির এডওয়ার্ড মেন্ডি। বছরের সেরা গোলের পুরস্কার জিতেছেন টটেনহ্যাম হটস্পারের আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলা। খালি হাতে ফিরেননি ক্রিস্টিয়ানো রোনালদোও। তিনি জিতেছেন ফিফা বেস্ট স্পেশাল অ্যাওয়ার্ড।

বর্ষসেরা পুরুষ কোচের পুরস্কার জিতেছেন চেলসির ম্যানেজার থমাস টুখেল। নারী কোচের পুরস্কার গেছে এম্মা হায়েসের হাতে। ফিফার ফ্যান অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ফিনল্যান্ড এবং ডেনমার্কের দর্শকেরা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

৮৫ মিনিটেই ম্যাচ শেষের বাঁশি বাজালেন রেফারি

৮৫ মিনিটেই ম্যাচ শেষের বাঁশি বাজালেন রেফারি

ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি-লেভানডোভস্কি-সালাহ

ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি-লেভানডোভস্কি-সালাহ

ফিফার পঞ্চম আনুষ্ঠানিক ভাষা হবে আরবি

ফিফার পঞ্চম আনুষ্ঠানিক ভাষা হবে আরবি

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো আফ্রিকার দেশ শাদ

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো আফ্রিকার দেশ শাদ