স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে দলের পক্ষে প্রথম গোলটা করেন ক্রোয়েশিয়ান তারকা খেলোয়াড় লুকা মদ্রিচ।
গোল করা ছাড়াও পুরো ম্যাচ জুড়ে ভালো খেলে নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। মদ্রিচের এমন পারফম্যান্স নজর কেড়েছে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের। তিনি মনে করেন আরেকটা ব্যালন ডি অর জেতার সুযোগ রয়েছে রিয়াল মিডফিল্ডারের সামনে।
মদ্রিচের সাম্প্রতিক ফর্ম ছাড়াও পেরেজের নজর কেড়েছে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াও। ফাইনালে একদম অন্তিম মুহূর্তে রাউল গার্সিয়ার পেনাল্টি শট ঠেকিয়ে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন কোর্তোয়া।
রিয়াল সভাপতি বলেন, ‘আমি কথাটা বেশ গর্ব করেই বলতে চাই। বর্তমান বিশ্বে মদ্রিচ এবং কোর্তোয়া তাদের পজিশনের সেরা খেলোয়াড়। মদ্রিচ ঈর্ষনীয় ফর্মে আছে। তার সামনে আরেকবার ব্যালন ডি অর জেতার সুযোগ।’
রিয়াল মাদ্রিদের সাথে লুকা মদ্রিচের সম্পর্কটা বেশ দীর্ঘ। ২০১২ সালের ২৭ আগস্ট টটেনহাম হটস্পার থেকে ৩৩ মিলিয়ন ইউরোতে রিয়ালে আসেন এই তারকা। এরপর থেকেই রিয়ালের মাঝমাঠের ভরসা হয়ে আছেন তিনি।
রিয়ালের হয়ে এ পর্যন্ত ম্যাচ খেলেছেন চার শতাধিক (৪৩২)। তাতে সহযোগিতা করেছেন ৬১ গোলে। নিজে গোল করেছেন ২৮টি। যার বদৌলতে ২০১৮সালের ব্যালন ডি অর উঠেছিল ক্রোয়েশিয়ান তারকার হাতে।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]