স্প্যানিশ সুপার কোপার শিরোপা রিয়ালের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৭ জানুয়ারি ২০২২
স্প্যানিশ সুপার কোপার শিরোপা রিয়ালের

সবদিক দিয়ে ম্যাচের ফেভারিট ছিলো রিয়াল মাদ্রিদই। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে রোববার (১৬ জানুয়ারি) রাতে সেটাও সেরে ফেললো স্প্যানিশ জায়ান্টরা। স্প্যানিশ সুপার কোপার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের ফেভারিট রিয়াল হলেও ম্যাচের শুরু থেকেই চোখে চোখ রেখে লড়াই করে গেছে সুপার কোপার সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন বিলবাও।। তবে গোলের খাতা আর খুলতে পারেনি। পুরো ম্যাচে দুই দল মোট শট নিয়েছিল ২৭ বার। রিয়াল ১৩, বিলবাও ১৪।

রিয়ালের গোলপোস্ট লক্ষ্য করে নেয়া চার শটের একটিও জালে জড়াতে পারেনি বিলবাও। অপরদিকে বিলবাওয়ের জাল লক্ষ্য করে নেয়া দুই শটের দুটোই গোলে রূপ দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

ম্যচের শুরু থেকেই দুই দল আক্রমণ করে গেলেও প্রথম গোলের জন্য দর্শকদের অপেক্ষা করতে হয়েছে ৩৭ মিনিট পর্যন্ত। পায়ে থাকা বলটা মিডফিল্ডার রুদ্রিগোর দিকে ঠেলে দিয়ে সামনে এগিয়ে যান লুকা মদ্রিচ।

রুদ্রিগো বল নিয়ে সামনে এগিয়ে গিয়ে ফিরতি পাস দেন মদ্রিচের উদ্দেশ্য। বল পেয়ে জোরালো শটে জাল কাঁপাতে কোনো ভুলই হয়নি ক্রোয়েশিয়ান তারকার। প্রথমার্ধে আর কোনো গোল হয় নি।

বিরতির পর দ্বিতীয়ার্ধে দৃশ্যপটে করিম বেনজেমা। গোলপোস্ট লক্ষ্য করে দারুণ এক শট নিয়েছিলেন ফরাসি স্ট্রাইকার। সেই শট ঠেকাতে গিয়ে হাতে লাগিয়ে ফেলেন বিলবাওয়ের ডিফেন্ডার আলভারেজ।

ব্যাপারটা রেফারি বুঝতে না পেরে সাহায্য নেন ভিএআরের। রিভিউতে পাওয়া পেনাল্টি থেকে ৫২ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে নেন বেনজেমা। দুই গোলের ব্যবধান নিয়ে যখন মাঠ ছাড়তে যাবে রিয়াল, তখনি বিপত্তি ডেকে আনেন এডার মিলিতাও।

গোলপোস্টের মুখে হাতে বল লাগিয়ে লাল কার্ড দেখেন তিনি। তবে এই যাত্রায় প্রাচীর হয়ে দাঁড়ান থিবো করতোয়া। ঝাঁপিয়ে পড়ে রাউল গার্সিয়ার শট ঠেকিয়ে রিয়ালকে রক্ষা করেন তিনি।

তাতে ২-০ গোলের জয় নিয়ে ১২তম বারের মতো সুপার কোপার শিরোপা নিজেদের করে নেয় রিয়াল। এই আসরে সর্বোচ্চ ১৩ বার চ্যাম্পিয়ন হয়ে সবার উপরে আছে বার্সেলোনা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করলো রিয়াল মাদ্রিদ

লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করলো রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে বিদায় করে ফাইনালে রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে বিদায় করে ফাইনালে রিয়াল মাদ্রিদ

ব্রেস্টের বিপক্ষে জয় রিয়াল ম্যাচের আগে আত্মবিশ্বাস যোগাবে : পচেত্তিনো

ব্রেস্টের বিপক্ষে জয় রিয়াল ম্যাচের আগে আত্মবিশ্বাস যোগাবে : পচেত্তিনো

আলকোয়ানোকে হারিয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

আলকোয়ানোকে হারিয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ