ম্যানচেস্টার সিটির কাছে চেলসির হারের পরই শিরোপার স্বপ্ন দেখতে শুরু করেছিল লিভারপুল। জয়ের ধারা অব্যাহত রেখে স্বপ্নের পালটা আরেকটু মেলে ধরলো দ্য রেডরা। রবিবার (১৬ জানুয়ারি) রাতে তারা ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। এই জয়ে চেলসিকে হটিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে তারা।
ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই নিজেদের সহজাত খেলা দেখাতে থাকে লিভারপুল। নিজেদের পায়ে বল রেখে একের পর এক আক্রমণ করতে থাকে জার্গেন ক্লপের শিষ্যরা। তবে গোলের দেখা পাচ্ছিলো না। লিভারপুলের আক্রমণ রুখতে এর মধ্যেই তিনবার ফাউল করে বসে ব্রেনফোর্ড।
মনে হচ্ছিলো গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যাবে দুই দল। কিন্তু প্রথমার্ধের বিরতির ঠিক ১ মিনিট আগেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় লিভারপুল। কর্নার থেকে উড়ে আসা ট্রেন্ট আলেক্সান্ডারের অ্যাসিস্টে মাথা ছুঁইয়ে ৪৪ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন ফ্যাবিনহো।
এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল। বিরতির পর নেমে ৬৯ মিনিটেই দ্বিতীয় গোলের দেখা পায় তারা। ডান দিকের কর্নার থেকে বল উড়িয়ে দিয়েছিলেন অ্যান্ড্রু রবার্টসন। তার বলে মাথা ছোঁয়াতে ভুল করেননি আলেক্স অক্সলেড। অক্সলেডের গোলের ৮ মিনিট পর আবারও লিভারপুলের আক্রমণ।
রবার্তো ফিরমিনোর কাছ থেকে সেন্টার বক্সেই বল পেয়ে যান টোকুমি মিনামিনো। সহজ সুযোগ কাজে লাগাতে ভুলেননি তিনি। ডান পায়ের জোরালো শটে ব্রেন্টফোর্ড গোলরক্ষককে পরাস্ত করে ৩-০ তে এগিয়ে নেন দলকে।
এরপর বাকি সময় আক্রমণ করে গেলেও আর গোলের দেখা পায় নি কোনো দলই। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠলো লিভারপুল। ২১ ম্যাচে ১৩ জয়ে তাদের পয়েন্ট ৪৫। এক ম্যাচ বেশি খেলে ২২ ম্যাচে ১৮ জয়ে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। ২১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ব্রেন্টফোর্ড আছে ১৪ নম্বরে।
একই রাতে প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ওয়েস্টহামকে ২-৩ গোলের ব্যবধানে হারিয়েছে লিডস।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]