চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলতে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সামনে কঠিন লড়াই। তাদের প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে তা নিয়েও মোটেও চিন্তিত নন পিএসজির কোচ মারিসিও পচেত্তিনো। বরং শনিবার রাতে ব্রেস্টের বিপক্ষে পাওয়া জয় তাদেরকে রিয়াল ম্যাচের আগে আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করেন পিএসজি বস।
শনিবার রাতে ব্রেস্টের বিপক্ষে কিলিয়ান এমবাপে এবং থিলো কেহরারের গোলে ব্রেস্টকে ২-০ ব্যবধানে হারিয়ে জয়ের ধারায় ফিরছে প্যারিসের জায়ান্টরা। চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হওয়ার আগে এই জয় দলের সবার মাঝে আত্মবিশ্বাস তৈরীর কাজ করবে বলেই জানালেন তিনি।
পচেত্তিনো বলেন, ‘প্রতিটা খেলা, প্রতিটা প্রতিযোগিতাই কঠিন। কিন্তু আজকের পারফর্ম্যান্স। বিশেষ করে দ্বিতীয় হাফের খেলা আমাদেরকে আত্মবিশ্বাস যোগাবে। আমরা যৌথভাবে ভালো খেলেছি। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল। আমি আমার ছেলেদের নিয়ে খুশি। এটা মোটেই সহজ খেলা ছিল না।’
সাম্প্রতিক সময়ে পিএসজির আক্রমণ ভাগের খেলোয়াড়য়ার খুব একটা গোল করতে পারছেন না। অনেকটাই নিষ্প্রভ। তবে এ নিয়ে চিন্তিত নন পচেত্তিনো । তিনি মনে করেন সঠিক সময়েই জ্বলে উঠবে তারা।
পচেত্তিনো বলেন, ‘আমরা জানি যে আমাদের এমন খেলোয়াড় আছে যাদের পায়ে গোল আছে।তারা আজ গোল না করলে পরেরবার ঠিকই করবে।’ ১৫ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে প্যারিসে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং পিএসজি।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]