আফ্রিকান কাপ অব নেশনসে ঘানা এবং গ্যাবনের ম্যাচ শেষে সংঘর্ষে জড়িয়েছিল দুই দলের ফুটবলাররা। এক পর্যায়ে প্রতিপক্ষের ফুটবলার অ্যারন বুপেঞ্জাকে ঘুষি মারেন ঘানার ফরোয়ার্ড বেঞ্জামিন। এ কারণে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে কনফেডারেশন ডি আফ্রিকান ফুটবল।
‘সি’ গ্রুপের ম্যাচে শুক্রবার ঘানার বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে গ্যাবন। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে সমতায় ফেরে গ্যাবন। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় শেষ হয় ম্যাচটি। ম্যাচের মধ্যে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটলেও শেষ দিকে হাতাহাতিতে লিপ্ত হন দুই দলের ফুটবলাররা। ওই সময় বুপেঞ্জাকে আঘাত করেন বেঞ্জামিন।
ভিএআরের মাধ্যমে রেফারি বেঞ্জামিনকে লাল কার্ড দেখানো হয়। তবে লাল কার্ড দেখার জন্য ড্রেসিংরুম থেকে বাইরে বেরিয়ে আসতে রাজি ছিলেন না বেঞ্জামিন।
ম্যাচে বদলি হিসেবে মাত্র তিন মিনিটের জন্য মাঠে নেমেছিলেন বেঞ্জামিন। লাল কার্ড দেখলে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন বেঞ্জামিন। এছাড়া মাঠে সহিংস আচরণের জন্য তাকে অতিরিক্ত এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন।
আফ্রিকান নেশনস কাপের স্কোয়াডে থাকলেও খেলতে পারছেন না গ্যাবনের স্ট্রাইকার পিয়েরিক আবমেয়াং। হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ায় তাকে স্কোয়াডে রাখেনি গ্যাবন কর্তৃপক্ষ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]