ম্যাচের প্রথমার্ধেই লাল কার্ড দেখায় কমে যায় আর্সেনালের খেলোয়াড়। তবে একজন কম, ১০ জন নিয়েও দমে যায়নি তারা। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও লিভারপুলকে ঠিকই রুখে দিয়েছে দলটি। শেষ পর্যন্ত লিগ কাপের সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিনগত রাতে সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচটিতে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা খেলে লিভারপুল। শুরুতেই গোল বঞ্চিত দলটি শেষ পর্যন্ত আর কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। এর মাঝে ম্যাচের ২৪তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্রতিপক্ষ দল আর্সেনালের গ্রানিত জাকা।
দলের একজন কমে গেলেও লিভারপুলের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয় আর্সেনাল। বিরতিতে যাওয়ার আগে আক্রমণ অব্যাহত রাখা লিভারপুর গোলের উদ্দেশে চারবার শট নিলেও লক্ষ্যভেদ করতে পারেনি।
বিরতির পর দ্বিতীয়ার্ধেও একইভাবে আক্রমণ চালিয়ে যায় লিভারপুর। ম্যাচের বেশিভাগ সময় প্রতিপক্ষ আর্সেনালের সীমানায় থাকলেও লক্ষ্যভেদ করতে পারেনি লিভারপুল। যার মাঝে ম্যাচের ৭১তম মিনিটে গোলের লক্ষ্যে প্রথম শট নিতে পারে আর্সেনাল। তবে তারাও লক্ষ্যভেদ করতে পারেনি।
পাল্টা আক্রমণে সতীর্থের পাস থেকে লিভারপুলের ডি-বক্সে বল পেয়েছিলেন বুকায়ো সাকা। বল পেয়েই জোড়ালো শট নিলেও রুখে দেন আলিসন। ম্যাচের শেষ দিকে এসে দারুণ একটি সুযোগ পেয়েও গোল বঞ্চিত হয় তারা।
অন্যদিকে, ম্যাচের ৮৫তম মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল লিভারপুল। সতীর্থের ক্রস থেকে বক্সের বাইরে ফাঁকায় পেয়েও হেড করতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড জটা। ফলে আবারও হতাশা ছড়িয়ে পড়ে লিভারপুল শিবিরে। নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুইদল।
ম্যাচে ৭৯ শতাংশ সময় বল দখলে রেখে ১৭টি শট নিয়েছিল লিভারপুল। বিপরীতে ৩টি নিতে পেরেছিল আর্সেনাল। পুরো ম্যাচে একজন কম নিয়ে খেলে লিভারপুলকে আটকে রেখে পয়েন্ট ভাগ করে নিয়েছে তারা। করোনার কারণে এর আগে ম্যাচটি স্থগিত করা হয়েছিল।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]