রোনালদো, গ্যারেথ বেলকে ছাড়া খেলতে নেমে লা লিগায় মালাগার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ভ্যালেন্সিয়াকে টপকে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে দলটি।
৩২ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৬৭। চতুর্থ স্থানে নেমে যাওয়া ভালেন্সিয়ার পয়েন্ট ৬৫।
৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দিনের আরেক ম্যাচে লেভান্তেকে ৩-০ গোলে হারানো অ্যাটলেটিকো মাদ্রিদ ৭১ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসকে নাটকীয়ভাবে হারিয়ে এই ম্যাচে রোনালদো, বেলদের বিশ্রাম দেন কোচ জিদান।
ম্যাচের ২৯ মিনিটে ইসকোর দারুণ এক ফ্রি-কিকে এগিয়ে যায় রিয়াল। ২০ গজ দূর থেকে ডান পায়ের বাঁকানো ফ্রি-কিকে জাল খুঁজে নেন তিনি। নিজের সাবেক দলের বিপক্ষে গোল উদযাপন করতে দেখা যায়নি ২০১১-১৩ পর্যন্ত মালাগায় খেলা এই মিডফিল্ডারকে।
দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্যাসেমিরো। মালাগা এক গোল শোধ দেয় ম্যাচের অন্তিম মুহূর্তে। গোল করেন দিয়েগো রোলান।