আমি থাকতে চাই, সিদ্ধান্ত লিভারপুলের : সালাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৯ পিএম, ১২ জানুয়ারি ২০২২
আমি থাকতে চাই, সিদ্ধান্ত লিভারপুলের : সালাহ

লিভারপুল এবং মোহাম্মদ সালাহর মধ্যে টানপোড়েন নিয়ে চারদিকে ডালপালা মেলেছে গুঞ্জন। তাহলে কি সালাহ লিভারপুলে থাকছেন না? এমন প্রশ্ন উড়ে বেড়াচ্ছে ক্লাব ফুটবলের আনাচেকানাচে।

এতোদিন এ বিষয়ে কোনো কথা না বললেও এবার মুখ খুলেছেন মিশরীয় তারকা। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা জানান, তিনি লিভারপুলেই থাকতে চান। বাকি সিদ্ধান্ত লিভারপুলের। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মাসিক ম্যাগাজিনকে এমনটাই জানিয়েছেন লিভারপুলের অন্যতম সেরা এই তারকা।

সালাহ বলেন, ‘যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তবে আমি বলবো, আমি আমার ফুটবল ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত লিভারপুলে থাকতে চাই। কিন্তু আমি এই বিষয়ে বেশি কিছু বলতে পারবো না। কারণ এটা আমার হাতে নেই। এটা নির্ভর করেছে ক্লাব কি চায় সেটার উপর। বাকি সিদ্ধান্ত তাদের হাতে।’

সালাহ আরও বলেন, ‘এখানে আমার পাঁচ বছর হতে চললো। আমি এই ক্লাবকে খুব ভালো ভাবে চিনি। আমি ক্লাবের ভক্তদের ভালোবাসি। ভক্তরাও আমাকে ভালোবাসে। কিন্তু কর্তৃপক্ষের ব্যাপারটা আমি জানি না। এটা তাদের হাতে।’

২০১৭ সালে লিভারপুলে এসেছিলেন সালাহ। তারপর থেকে অলরেডদের সাথেই আছেন ২৯ বছর বয়সী এই তারকা খেলোয়াড়। লিভারপুলের সর্বকালের সেরা তারকা ধরা হয় তাকে। ক্লাবকে চারটি শিরোপা জেতাতে ভূমিকা রেখেছিলেন তিনি।

সালাহর সময়ে লিভারপুল জিতেছে একটি চ্যাম্পিয়ন্স লিগ এবং একটি প্রিমিয়ার লিগের শিরোপা। এছাড়াও জিতেছেন উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাও। লিভারপুলের হয়ে ২২৯ ম্যাচ খেলে মোট ১৪৮ গোল করেছেন এ মিশরীয় ফরোয়ার্ড।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লিভারপুলে ‘ফলস-পজিটিভ’ নিয়ে বোমা ফাটালেন জার্গেন ক্লপ

লিভারপুলে ‘ফলস-পজিটিভ’ নিয়ে বোমা ফাটালেন জার্গেন ক্লপ

টিকা না নেওয়া ফুটবলাদের দলে ভেড়াবে না লিভারপুল

টিকা না নেওয়া ফুটবলাদের দলে ভেড়াবে না লিভারপুল

লিভারপুলকে হারিয়ে শৈশবের ক্লাবকে কিনলেন রোনালদো নাজারিও

লিভারপুলকে হারিয়ে শৈশবের ক্লাবকে কিনলেন রোনালদো নাজারিও

প্রিমিয়ার লিগে অক্টোবর সেরা সালাহ

প্রিমিয়ার লিগে অক্টোবর সেরা সালাহ