কোভিড জয় করে মাঠে ফিরছেন পেদ্রি-ফেরান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৮ এএম, ১১ জানুয়ারি ২০২২
কোভিড জয় করে মাঠে ফিরছেন পেদ্রি-ফেরান

করোনার ধকল কাটিয়ে মাঠে ফিরছেন বার্সেলোনার দুই স্প্যানিশ তারকা পেদ্রি এবং ফেরান তোরেস। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপে অংশ নিতে দলের সাথে সৌদি পৌছেছেন দু'জনই। সোমবার (১০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে এই দুই তারকার মাঠে ফেরার কথা নিশ্চিত করেছে তাদের ক্লাব বার্সেলোনা।

ম্যানচেস্টার সিটি থেকে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। ৪ জানুয়ারি বার্সেলোনার দর্শকদের সামনে তাকে পরিচয় করিয়ে দেয়া হয়। তখনই জানানো হয়, করোনা আক্রান্ত হয়েছেন তোরেস।

তার সাথে একই দিন আক্রান্ত হয়েছেন আরেক স্প্যানিশ তারকা পেদ্রিও। ইনজুরি কাটিয়ে পেদ্রির মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই মিডফিল্ডার। তখনই জানা গেলো, করোনা আক্রান্ত হয়েছেন তিনিও।

এরপর থেকেই নিজ বাস ভবনে আইসোলেশনে ছিলেন দু’জনই। স্প্যানিশ সুপার কোপা সামনে রেখে তাদেরকে পিসিআর টেস্ট করানো হয়। সেখানেই দুজনের ফলাফল নেগেটিভ আসে।

যার ফলে সৌদি আরবের বিমানে চড়তে আর কোনো বাধা থাকলো না তাদের। ইতিমধ্যেই সুপার কোপায় অংশ নিতে বার্সেলোনা দলের সাথে সৌদি আরবেব পৌছে গেছেন তারা।

করোনা থেকে সেরে উঠলেও সরাসরি মাঠে নামা হচ্ছে না পেদ্রি-তোরেসের। ফিটনেস টেস্টে পাস করেই মাঠে নামতে হবে তাদেরকে। ফিটনেস টেস্ট উতরে গেছেন তোরেস। এবার অপেক্ষা কেবল কাতালানদের হয়ে মাঠে নামার। সেটা হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের বিপক্ষেই।

পেদ্রি আগের থেকেই লড়াই করে যাচ্ছেন ইনজুরির সাথে। শেষবার মাঠে নেমেছিলেন গত সেপ্টেম্বরে বেনিফিকার সাথে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে বুধবার (১২ জানুয়ারি) বিকালে সুপার কোপার সেমিফাইনালে মাঠে নামবে বার্সেলোনা। খেলাটি অনুষ্ঠিত হবে সৌদি আরবে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনায় করোনার ছোবল, আক্রান্ত ফেরান তোরেস

বার্সেলোনায় করোনার ছোবল, আক্রান্ত ফেরান তোরেস

গুঞ্জনের অবসান, ম্যানসিটি থেকে বার্সেলোনায় ফেরান তোরেস

গুঞ্জনের অবসান, ম্যানসিটি থেকে বার্সেলোনায় ফেরান তোরেস

গাভির প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ জাভি

গাভির প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ জাভি

অবশেষে ফুটবলকে বিদায় জানালেন আগুয়েরো

অবশেষে ফুটবলকে বিদায় জানালেন আগুয়েরো