লিভারপুলে ‘ফলস-পজিটিভ’ নিয়ে বোমা ফাটালেন জার্গেন ক্লপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১০ জানুয়ারি ২০২২
লিভারপুলে ‘ফলস-পজিটিভ’ নিয়ে বোমা ফাটালেন জার্গেন ক্লপ

বিশ্বে মহামারি করোনায় আক্রান্তের গ্রাফ দিন দিন ঊর্ধ্বমুখী। যার প্রভাব পড়েছে ইউরোপের ফুটবল পাড়ায়। যে কারণে ইংলিশ কাপের সেমি-ফাইনালে আর্সেনালের বিপক্ষে মাঠে নামতে পারেনি লিভারপুল। ইংলিশ জায়ান্টদের শিবিরে খুব বাজেভাবে ছড়িয়ে পড়েছে করোনা।

করোনার দাপটে গত ৫ জানুয়ারি (বুধবার) নিজেদের ট্রেনিং সেন্টারও বন্ধ করতে বাধ্য হয় ‘দ্য রেড’রা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ইংলিশ কাপের সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচ। কিন্তু করোনার দোহাই দিয়ে ম্যাচ স্থগিত করে দেয় আয়োজকরা।

জানা গেছে, ম্যাচের আগে লিভারপুলের একাধিক খেলোয়াড় এবং স্টাফ করোনা পজিটিভ হয়। এদের মধ্যে ছিলেন লিভারপুল ম্যানেজার জার্গেন ক্লপও। তাকেসহ আক্রান্ত সবাইকে পাঠানো হয় আইসোলেশনে।

আইসোলেশনে থাকা অবস্থায়ই বোমা ফাটিয়েছেন ক্লপ। তার দাবি, লিভারপুলের এত খেলোয়াড় করোনা আক্রান্তের খবর ভুয়া। কেবল ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডারই কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

দ্য রেডদের বস বলেন, ‘গত সপ্তাহে আমরা খেলার বাইরে ছিলাম। কারণ হিসাবে বলা হয়েছিল, আমাদের বড় একটা অংশ করোনা আক্রান্ত। কিন্তু এটা ঠিক ছিল না।’

তিনি আরও বলেন, ‘মিথ্যা করোনা আক্রান্তের খবর দিয়ে তাদের খেলতে দেওয়া হয়নি। আসল সত্যটা হলো, কেবল ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডারই করোনা আক্রান্ত হয়েছিলেন।’

স্থগিত হওয়া ইংলিশ কাপের প্রথম লেগ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) অ্যানফিল্ডে অনুষ্ঠিত হবে। এক সপ্তাহ পর ২০ জানুয়ারি দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কোভিড সমস্যায় স্থগিত লিভারপুল-আর্সেনাল লড়াই

কোভিড সমস্যায় স্থগিত লিভারপুল-আর্সেনাল লড়াই

চেলসির সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন থিয়াগো সিলভা

চেলসির সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন থিয়াগো সিলভা

ডাকাতির শিকার সিটি তারকা ক্যানসেলো

ডাকাতির শিকার সিটি তারকা ক্যানসেলো

চেলসিতে ‘সুখী’ নন লুকাকু

চেলসিতে ‘সুখী’ নন লুকাকু