২০২২ সালের নতুন বছরের শুরুটা ভালোই হয়েছিল ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। ফ্রেঞ্চ কাপে দারুণ এক জয়ে বছর শুরু করেছিল মারিসিও পচেত্তিনোর দল। তবে হোঁচট খেতে হলো লিগ ওয়ানে এসেই। নিজেদের প্রথম ম্যাচে তারা ১-১ গোলে ড্র করেছে লিওনের সঙ্গে।
রোববার (৯ জানুয়ারি) রাতে লিওনের ঘরের মাঠ পার্ক অলিম্পিক লিওনাইস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছন্দহীন ফুটবল খেলতে থাকে পিএসজি। সেই সুযোগে নিজেদের অধিপত্য বিস্তার করতে ভুললো না লিওন।
প্যারিসিয়ানদের গা ছাড়া ভাবের সুযোগে ম্যাচের মাত্র ৮ মিনিটেই দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন লুকাস পাকুয়েতা। গোল খেয়ে হুশ ফিরে আসে ফরাসি জায়ান্টদের।
এরপর আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে কিন্তু গোলের আর দেখা নাই। এভাবে প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধও যখন প্রায় শেষের দিকে। জয়ের স্বপ্নে বিভোর লিওন। ঠিক তখনই প্যারিসের ত্রাতা রূপে আবির্ভাব হন বদলি খেলোয়াড় থিলো কেহরার।
ম্যাচের ৭৬ মিনিটে ডান পায়ের নিচু শটে লিওন গোলরক্ষককে পরাস্ত করে পিএসজিকে এক পয়েন্ট এনে দেন এই জার্মান ডিফেন্ডার। লিওনের বিপক্ষে পয়েন্ট খুঁইয়ে আসলেও লিগ ওয়ানে শীর্ষস্থান ধরে রেখেছে পচেত্তিনোর দল।
২০ ম্যাচ খেলে ১৪ জয় ৫ ড্র ১ হারে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের এক নাম্বারে পিএসজি। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস। লিওন ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে অবস্থান করেছে ১১ নম্বরে।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]