ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল রাতে এফসি বোর্নমাউথকে ৩-০ গোলে হারায় লিভারপুল। এ ম্যাচেও একটি গোল করেছেন লিভারপুলের মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ। ফলে এবারের প্রিমিয়ার লিগে নিজের ৩০তম গোল করলেন তিনি। এ গোলে এক ম্যাচে দু’টি রেকর্ড গড়লেন সালাহ।
প্রথম আফ্রিকান খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ ৩০ গোল করলেন স্ট্রাইকার সালাহ। এর আগে ২০০৯-১০ মৌসুমে চেলসির হয়ে সর্বোচ্চ ২৯ গোল করেছিলেন আইভরি কোস্টের স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা। ফলে পাঁচ বছর পর দ্রগবার গড়া রেকর্ডটি ভেঙ্গে ফেললেন সালাহ।
প্রিমিয়ার লিগসহ চলতি মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ৪০ গোলের মালিক এখন সালাহ। ফলে ক্লাবের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ৪০ বা তার বেশি গোল করার রেকর্ড গড়লেন তিনি।
১৯৬১-৬২ মৌসুমে রজার হান্ট প্রথম এমন কীর্তি গড়েছিলেন। এরপর ১৯৮৩-৮৪ ও ১৯৮৬-৮৭ মৌসুমে দু’বার এক মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ৪০ বা তার বেশি গোল করেন ইয়ান রাশ। ফলে ক্লাবের হয়ে ৩১ বছর পর আবারও সব টুর্নামেন্ট মিলিয়ে ৪০ গোল করে পুরনো রেকর্ডকে জাগিয়ে তুললেন সালাহ।