বার্সেলোনার দুঃসময় যেন কাটছেই না। ব্যর্থতার বৃত্তে অনবরত ঘুরপাক খাচ্ছে স্পেনের অন্যতম সেরা ক্লাবটি। হার কিংবা ড্র তাদের নিত্য সঙ্গী হয়ে উঠেছে। জয় নামক সোনার হরিণের দেখাই নেই। হোঁচট খেতে খেতে ক্রমেই পয়েন্ট টেবিলের নিচের দিকে যাচ্ছে কাতালানরা। তারই ধারা বজায় রেখে আরেকবার হোঁচট খেতে হলো গ্রানাডার কাছে।
শনিবার (৮ জানুয়ারি) রাতে গ্রানাডার ঘরের মাঠ লস কারমেনেসে মুখোমুখি হয়েছিলো দু'দল। এই ম্যাচ দিয়েই তরুণ তুর্কি আনসু ফাতির ফেরার কথা থাকলেও ঝুঁকি নিতে চাননি বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তাকে ছাড়াই মাঠে নেমেছিলো স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচের শুরু থেকেই গ্রানাডার মাঠে নিজেদের চিরচেনা ছন্দে ফেরার চেষ্টা করছিলো বার্সা। সফলও হচ্ছিলো। বল নিয়ে বারবার প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়ছিলেন ডাচ তারকা লুক ডি ইয়ং। গ্রানাডাও কম যায়নি। ২৬ মিনিটেই তারা কাঁপিয়ে দিয়েছিলো বার্সার গোলপোস্ট। টের স্টেগানের বদৌলতে রক্ষা!
প্রথমার্ধের ৪৫ মিনিটে আক্রমণ-পাল্টা আক্রমণেও গোলের দেখা পায়নি দু'দলের কেউই। এই সময়ে মুখোমুখি লড়াইয়ে ফাউল হয়েছে মোট ১২ টি। বার্সা করেছে ৮ টি, গ্রানাডা ৪টি।
বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে ওঠে দু'দলই। বার্সাকে দেখা গেলো বেশ ক্ষুধার্ত। তারই জের ধরে ম্যাচের ৫৭ মিনিটে বার্সাকে এগিয়ে নেন সুযোগসন্ধানী ডাচ তারকা ডি ইয়ং। মাঠের ডান দিক ধরে এগিয়ে ডিং জংয়ের দিকে ক্রস বাড়ান দানি আলভেজ। উড়ে আসা বলে মাথা ছোঁয়াতে ভুল করেনি জং। বার্সেলোনার হয়ে এটা ডি ইয়ংয়ের তৃতীয় গোল। চলতি সপ্তাহে দ্বিতীয়।
গোল খাওয়ার পর গ্রানাডা আক্রমণাত্মক হয়ে ওঠে। বার্সা চলে যায় কিছুটা রক্ষণে। ম্যাচের ৭৯ মিনিটে লাল কার্ড পেয়ে গাভি মাঠ ছাড়লে বার্সা পরিণত হয় দশজনের দলে। আর সেই সুযোগটাই কাজে লাগায় গ্রানাডা। গাভির লাল কার্ডের ঠিক ১০ মিনিট পর (৮৯ মিনিট)। কর্নার থেকে ধেঁয়ে আসা মিলার কর্নারে বাম পা ছুঁইয়ে গ্রানাডাকে সমতায় আনেন অ্যান্তোনিও পুয়েরতাস।
এরপর আর গোলের দেখা পায়নি কোনো দলই। বার্সার সামনে সুযোগ ছিলো এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিনে চলে আসার। কিন্তু গ্রানাডার মাঠে হোঁচট খেয়ে ২০ ম্যাচে ৮ জয় ৮ ড্র ৪ হারে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নাম্বার অবস্থান করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে বার্সাকে। ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে যথারীতি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]