দুটি প্রীতি ম্যাচ খেলতে চলতি জানুয়ারিতে ইন্দোনেশিয়া সফরে যাবে বাংলাদেশ ফুটবল দল। দেশটির জাতীয় দলের বিপক্ষে ২৪ ও ২৭ জানুয়ারির প্রীতি ম্যাচ খেলতে মাঠে জামাল ভূঁয়ারা। শনিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়, শনিবার দুপুরে মতিঝিলস্থ বাফুফে ভবনে বাফুফে ন্যাশনাল টিমস কমিটির ৮ম সভা অনুষ্ঠত হয়েছে। কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের (এমপি) সভাপতিত্ব দুটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত গৃহিত হওয়ার একটি হলো ইন্দোনেশিয়ায় বাংলাদেশ জাতীয় দল দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে। এছাড়া দ্বিতীয় সিদ্ধান্তটি হলো- বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে স্প্যানিশ হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়োগ দেওয়া হয়েছে।
সবকিছু ঠিক থাকলে জাতীয় দলের ২৩তম বিদেশি এবং ৩য় স্প্যানিশ হিসেবে দায়িত্ব নিচ্ছেন ক্যাবরেরা। এর আগে স্প্যানিশ হিসেবে বাংলাদেশ ফুটবল দলের ডাগ-আউটে দাঁড়িয়েছিলেন গঞ্জালো মেরিনো এবং অস্কার ব্রুজেন।
বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে কখনই কোনো জাতীয় দলকে কোচিং করাননি জাভিয়ের ক্যাবরেরা। এর আগে স্প্যানিশ ক্লাব আলভেসের একাডেমির দায়িত্ব পালন করছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]