বাংলাদেশ ফুটবলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৮ জানুয়ারি ২০২২
বাংলাদেশ ফুটবলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্প্যানিশ হ্যাভিয়ের ক্যাবরেরা। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার (৮ জানুয়ারি) বৈঠকে বসে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। সেখানেই হ্যাভিয়ের ক্যাববেরাকে জাতীয় দলের দায়িত্ব দেয় বাংলাদেশ। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানা, বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

চলতি ২০২২ সালের পুরোটা সময় বাংলাদেশ জাতীয় ফুটবলের দায়িত্ব পালন করবেন হ্যাভিয়ের। অর্থাৎ ১১ মাসের জন্য দায়িত্ব নিচ্ছেন তিনি।

চলতি বছরের প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে ইন্দোনেশিয়ার বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই দুই ম্যাচ দিয়েই জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হবে ক্যাবরেরার।

জাতীয় দলের ২৩তম বিদেশি এবং ৩য় স্প্যানিশ হিসেবে দায়িত্ব নিচ্ছেন ক্যাবরেরা। এর আগে স্প্যানিশ হিসেবে বাংলাদেশ ফুটবল দলের ডাগআউটে দাড়িয়েছিলেন গঞ্জালো মেরিনো এবং অস্কার ব্রুজেন।

বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে কখনই কোনো জাতীয় দলকে কোচিং করাননি জাভিয়ের ক্যাবরেরা। এর আগে স্প্যানিশ ক্লাব আলভেসের একাডেমির দায়িত্ব পালন করছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাফুফের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ

বাফুফের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ

কিংবদন্তীর সঙ্গে ক্রীড়া সাংবাদিকরা

কিংবদন্তীর সঙ্গে ক্রীড়া সাংবাদিকরা

১৮ বছর পর মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের জয়োল্লাস

১৮ বছর পর মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের জয়োল্লাস

স্বপ্ন দেখিয়েও কাঁদলেন জামাল-তপুরা

স্বপ্ন দেখিয়েও কাঁদলেন জামাল-তপুরা