স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন ডিফেন্ডার কিরান ট্রিপিয়ার। ইংলিশ ক্লাবটির সাথে আড়াই বছরের চুক্তি করেছেন তিনি।
২০২১ সালে নতুন মালিকানায় এসেছে নিউক্যাসল ইউনাইটেড। মালিকানা পরিবর্তিত হওয়ার পর প্রথম দল বদল মৌসুমেই ট্রিপিয়ারকে দলে ভেড়ালো ইংলিশ ক্লাবটি। ট্রিপিয়ারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে নিউক্যাসল কর্তৃপক্ষ।
ম্যানচেস্টার সিটি একাডেমিতে বেড়ে উঠা ট্রিপিয়ার কখনই সিটিজেনদের হয়ে মাঠে নামতে পারেননি। তবে ইংলিশ ক্লাব টটেনহ্যাম এবং বার্নলির হয়ে খেলেছিলেন।
২০১৯ সালে ইংল্যান্ড থেকে স্পেনে পাড়ি জমান ট্রিপিয়ার। সেখানে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছিলেন তিনি।
ইংল্যান্ডের হয়ে ৩৫ ম্যাচ খেলা ট্রিপিয়ার ইংল্যান্ডে ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘অসাধারণ এই ক্লাবে যোগ দিতে পেরে আমি আনন্দিত। সত্যিই মাদ্রিদে সময়টা উপভোগ করেছি। কিন্তু যখন নিউক্যাসল ইউনাইটেড থেকে আমার ব্যাপারে আগ্রহের বিষয়ে জানতে পারলাম এবং এডি হাওয়ের (নিউক্যাসল কোচ) সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা থাকায় আমি নিজের কাছে পরিষ্কার হয়ে গেলাম যে, আমি কোথায় থাকতে চাই।’
ট্রিপিয়ারকে দলে ভেড়াতে ঠিক কি পরিমান অর্থ খরচ হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি নিউক্যাসল ইউনাইটেড। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর ১২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]