বার্সা ছেড়ে অ্যাস্টন ভিলায় ব্রাজিলিয়ান কৌটিনহো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২২
বার্সা ছেড়ে অ্যাস্টন ভিলায় ব্রাজিলিয়ান কৌটিনহো

ইংলিশ প্রিমিয়ার লিগের ফিরলেন ব্রাজিলিয়ান ফিলিপে কৌটিনহো। বার্সেলোনা ছেড়ে ইংলিশ ক্লাব অ্যাস্ট ভিলাতে নাম লিখিয়েছেন তিনি।

কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল, বার্সেলোনা ছাড়বেন কৌটিনহো। সেই গুঞ্জনকে সত্যি করে কাতালান ক্লাবটির সাথে সম্পর্ক ছেদ করেছেন তিনি।

এর আগে চার বছরের বার্সেলোনা ক্যারিয়ারের কখনই থিতু হতে পারেননি ফিলিপে কৌটিনহো। এ কারণেই মাঝে দুই বছর জার্মান ক্লাব বায়ার্ণ মিউনিখে ধারে খেলেছিলেন তিনি। ধার শেষে বার্সেলোনায় ফিরেও নিজের অবস্থান পাকা করতে পারেননি তিনি।

অবশ্য এবারও পাকাপাকিভাবে বার্সেলোনা ছাড়েননি তিনি। ধারে বার্সেলোনা থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিলেন তিনি। তবে অ্যাস্টন ভিলার সামনে কৌটিনহোকে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগ আছে। শুক্রবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব দুইটি।

এর আগে ২০১৮ সালে বেশ সাড়া জাগিয়ে ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুল বার্সেলোনায় যোগ দেন তিনি। সাড়া জাগানো কোনো পারফর্মেন্স উপহার দিতে পারেননি কৌটিনহো।

অ্যাস্টন ভিলাতে সাবেক লিভারপুল সতীর্থ স্টিভেন জেরার্ডকে কোচ হিসেবে পাবেন ফিলিপে কৌটিনহো। তাকে দলে ভেড়াতে জেরার্ডই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :