স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা কোপা দেল রে’র ম্যাচে লিনারেস দেপোর্তিভোকে হারিয়ে শেষ ষোলোতে পা রেখেছে বার্সেলোনা। ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে মাত্র ৬ মিনিটের ব্যবধানে দুটি গোল পেয়ে জয়ের হাসি হাসে দলটি। লিনারেস দেপোর্তিভোকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।
বুধবার (৫ জানুয়ারি) রাতে প্রতিপক্ষে লিনারেস দেপোর্তিভোর মাঠে খেলতে নামে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠ হলেও প্রথমার্ধে ৮০ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে বার্সেলোনা। তবে রক্ষণভাগে চাপ তৈরি করেও গোল আদায় করতে পারেনি। উল্টো ম্যাচের ১৯তম মিনিটের গোলে খেয়ে পিছিয়ে পড়ে বার্সা।
আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে ডান দিক থেকে সতীর্থের ক্রস থেকে বল পেয়ে দারুণ এক হেডে গোল করেন দিয়াজ সানচেজ। এরপর আক্রমণে গেলে কোন গোল করতে না পারায় ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।
বিরতি থেকে ফিরেও গোল পাচ্ছিল না বার্সেলোনা। ম্যাচের ৬৩তম মিনিটে দলকে সমতায় ফেরে উসমান দেম্বেলে। দ্বিতীয়ার্ধের শুরুতে তিনি বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। অস্কার মিনগেসার পাস ধরে একজনকে টপকে দূর থেকে জোরালো শটে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন এই ফরাসি ফরোয়ার্ড।
দেম্বেলের গোলে সমতায় ফেরার পর অবশ্য এগিয়ে যেতে বেশি সময় নেয়নি বার্সেলোনা। ৬ মিনিট পরেই (৬৯তম মিনিট) জয়সূচক গোলটি পেয়ে যায় বার্সেলোনা। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ফেররান হুতগ্লা। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কিছুটা এগিয়ে গিয়ে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
রাউন্ড পর্বের ৩২তম এ ম্যাচের বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও আর কোন গোল হয়নি। ফলে পূর্ণ পয়েন্ট নিয়ে আসরের শেষ শোষতে খেলা নিশ্চিত করে বার্সেলোনা।
পুরো ম্যাচে ৮২ শতাংশ সময় নিজেদের দখলে রেখেছিল বার্সেলো। এর মধ্যে প্রতিপক্ষে গোলবারে ২৪টি শট নিয়েছে তারা। যেখানে ৭টিই টার্গেটের ছিল। বিপরীতে লিনারেস দেপোর্তিভোর নেওয়া ৮টি শটের মধ্যে ২টি টার্গেটের ছিল।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]