দিন তিনেক আগে জানা গিয়েছিল করোনা পজেটিভ হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে সুখবর দিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম। জানিয়েছেন, কোভিড নেগেটিভ হয়েছেন মেসি। ফ্রান্সে নিজ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে ফিরেছেন তিনি।
রোববার (২ জানুয়ারি) এক বিবৃতিতে পিএসজি জানিয়েছিল মেসিসহ পাঁচজন করোনা পজেটিভ হয়েছেন। এরপর থেকেই আইসোলেশনে ছিলেন তিনি। তার মধ্যে শরীরে করোনার কোনো উপসর্গ না থাকায় নেগেটিভ ফলাফলের অপেক্ষায় ছিলেন তিনি। করোনা নেগেটিভ হয়ে ফ্রান্সে ফিরেছেন তিনি।
বড়দিন এবং নতুন বছরের ছুটি কাটিয়ে নির্ধারিত সময়ে আর্জেন্টিনা থেকে ফ্রান্সে ফেরেননি লিওনেল মেসি। এরপরেই জানা যায়, করোনা আক্রান্ত হওয়ায় ক্লাবে যোগ দিতে পারেননি।
অবশেষে বুধবার (৫ জানুয়ারি) সকালে ফ্রান্সে ফিরেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিভিন্ন আর্জেন্টাইন গণমাধ্যম। আর্জেন্টিনার শহর রোজারিও থেকে প্রাইভেট জেটে করে পরিবারসহ ফ্রান্সে ফেরেন মেসি।
আর্জেন্টাইন গণমাধ্যমগুলো জানিয়েছে, করোনা আক্রান্ত হওয়া মেসির মধ্যে কোনো উপসর্গ না থাকায় আইসোলেশনে করোনা নেগেটিভ সনদ পাওয়ার অপেক্ষা ছিলেন। সেটি পাওয়া মাত্রই আর্জেন্টিনা ছাড়েন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]