জানেন কি ফিফা বিশ্বকাপ শুরুর গল্প?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৫ পিএম, ১৫ এপ্রিল ২০১৮
জানেন কি ফিফা বিশ্বকাপ শুরুর গল্প?

ফুটবল বিশ্বকাপের যাত্রা শুরু ১৯৩০ সালে। ১৩টি দল নিয়ে মাত্র ১৮ দিনের সেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে। প্রথম আসরের ফাইনালে প্রতিবেশী দেশ আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক উরুগুয়ে।

এছাড়া বর্তমানে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলকে পেছনে ফেলে সেবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে তৎকালীন যুগোস্লাভিয়া। ইতিহাসের প্রথম ফুটবল বিশ্বকাপ উরুগুয়ে অনুষ্ঠিত হলেও ইউরোপের বেশিরভাগ দলই অংশ নিতে অনাগ্রহ দেখায়।

একে এক চলে গেছে প্রায় ৮৮ বছর। ফুটবল বিশ্বকাপ এখন প্রায় শতবর্ষী। বদলেছে এর আবেদন। ১৩ দলের আসর এখন ৩২ দলের। পৃথিবীর বুকে সবচেয়ে বড় আসর কিংবা গ্রেটেস্ট শো অন আর্থ এখন ফিফা বিশ্বকাপ।

এস্তাদিও সেন্তেনারিওতে ১৯৩০ সালের ১৩ জুলাই রচনা হয়েছিল ইতিহাস। এখনকার মতো তখন এতো জৌলুশ ছিল না। মন্টেভিডিও শহরের ৩ ভেন্যুতেই হয়েছিল পুরো ১৮ দিনের আসর। অংশ নিয়েছিল দক্ষিণ আমেরিকার ৭টি, ইউরোপের ৪টি এবং উত্তর আমেরিকার ২টি দল।

চার গ্রুপের চ্যাম্পিয়নরা উঠেছিল সেমিফাইনালে। ফাইনালে লাতিন আমেরিকার আরেক দল আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে ঘরের মাটিতে শুরু হওয়া প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। ফ্রান্সের লুসিয়ে লরা বিশ্বকাপের প্রথম গোল স্কোরার। ৮ গোল নিয়ে ঐ আসরের সর্বোচ্চ গোলদাতা ছিলেন আর্জেন্টিনার গিলের্মো স্তাবিলে।

১৯২৮ অলিম্পিকের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। তাই ২ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্বাগতিকদের জয়ে যেন দ্বিগুণ আনন্দে মাতেন এস্তাদিও সেন্তেনারিওর গ্যালারি। উপস্থিত ছিল ৬৮ হাজার দর্শক। সেই ৬৮ হাজার দর্শকের আবেগ যুগ থেকে যুগে হয়েছে বিস্তৃত। ৪ বছর পরপর বিশ্ব আসর ভক্তদের যে শিহরণ উপহার দেয়, তার শুরুটা হয়েছিল ১৯৩০ সালেই।



শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনার চিন্তা বাড়াচ্ছে ইনজুরি

আর্জেন্টিনার চিন্তা বাড়াচ্ছে ইনজুরি

দ্রুত সেরে উঠছেন নেইমার

দ্রুত সেরে উঠছেন নেইমার

রিয়াল-বায়ার্ন, লিভারপুলেপর প্রতিপক্ষ রোমা

রিয়াল-বায়ার্ন, লিভারপুলেপর প্রতিপক্ষ রোমা

নতুন কোচ পেল বায়ার্ন মিউনিখ

নতুন কোচ পেল বায়ার্ন মিউনিখ