চেলসির বেলজিয়ান তারকা রোমেরো লুকাকুর সময়টা একদমই ভালো যাচ্ছে না। কিছুদিন আগে জানিয়েছিলেন চেলসিতে একদমই সুখে নেই তিনি। এখন আরো জোর দিয়েই কথাটা বলতে পারবেন লুকাকু। আগের বলা কথার জের ধরেই যে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে একাদশে জায়গা হলো না তার।
কিছুদিন আগে ইতালিয়ান গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থার কথা জানান লুকাকু।। মূলত চেলসি কোচ টমাস টুখেলের খেলার ধরণ মনে না ধরায় নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। আর সেই কথার জের ধরেই রোববার (২ জানুয়ারি) চেলসির বিপক্ষে তাকে না রেখেই দল সাজান চেলসি কোচ টুখেল।
ম্যাচের আগে টুখেলের কাছে লুকাকুর না থাকার কারণ জানতে চাওয়া হলে বেশ সোজাচাপ্টা উত্তর দিয়েছেন ব্লুজ ম্যানেজার। তিনি বলেন, ‘ব্যাপারটা বেশ বিশৃঙ্খলা তৈরী করেছে। যেটা আমাদের প্রয়োজন নেই। এটা তো কোনো কাজে আসবে না। আসলে আমরা চাই না আরো বেশি সমস্যা হোক।’
লুকাকুর বলা কথাগুলো সত্য কিনা জানতে চাওয়া হলে টুখেল বলেন, ‘এগুলো বলা খুব সহজ। কিন্তু সে যা বুঝাতে চেয়েছে আসলে তা নয়। সত্যটা জানা উচিত। আমি কিংবা আমরা এসব পছন্দ করি না।’
২০২১-২২ মৌসুমে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান ছেড়ে চেলসিতে পাড়ি জমান লুকাকু। অবশ্য এর আগেও তিনি চেলসিতে ছিলেন। তখনও তার চেলসি অধ্যায় তেমন সুখকর ছিল না।
চেসসিতে যোগ দেয়ার পর এ পর্যন্ত মোট ১৮ ম্যাচ খেলেছেন লুকাকু। গোল করেছেন মাত্র ৭টি। অবশ্য ইনজুরিতে তার বেশিরভাগ সময়ই কেটেছে মাঠের বাইরে। ইনজুরি কাটিয়ে ফিরলেও তেমন সুযোগ পাননি মাঠে নামার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]