এবার কোভিড পজেটিভ হয়েছেন জুভেন্টস অধিনায়ক জর্জিও কিয়েল্লিনি। এর আগে জুভেন্টাসের আরও দুই ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিয়েল্লিনির করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস কর্তৃপক্ষ।
ইংলিশ প্রিমিয়ার লিগ এবং স্প্যানিশ লা লিগার পর ইতালিয়ান সিরি-এ’তেও করোনা হানা দিয়েছে। এর আগে করোনার প্রভাবে স্থগিত হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের অনেকগুলো ম্যাচ।
শুক্রবার (৩১ ডিসেম্বর) জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের দুই ফুটবলার কার্লো পিনসোগলিও এবং ম্যালকম আর্থুর। এরপরেই ধাক্কা হয়ে আসলো কিয়েল্লিনির করোনা আক্রান্ত হওয়ার খবর।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) নতুন বছরের প্রথম ম্যাচে নাপোলির বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। এ ম্যাচের আগে তিন ফুটবলারের করোনা আক্রান্ত হয়ে ছিটকে যাওয়াটা তুরিনের ওল্ড লেডিদের জন্য বড় ধাক্কাও বটে।
চলতি ২০২১-২২ মৌসুমে জুভেন্টাসের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ১১ ম্যাচ খেলেছিলেন কিয়েল্লিনি। ইতিমধ্যেই তিনি করোনা তৃতীয় ডোজও সম্পন্ন করেছেন।
সিরি- এ’তে ১৯ ম্যাচে ১০ জয় এবং চার ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন জুভেন্টাস। সমাওন ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে ইন্টার মিলান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]