আর্জেন্টিনার চিন্তা বাড়াচ্ছে ইনজুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১০ পিএম, ১৪ এপ্রিল ২০১৮
আর্জেন্টিনার চিন্তা বাড়াচ্ছে ইনজুরি

বিশ্বকাপ যত এগিয়ে আছে, ইনজুরি তত চিন্তায় ফেলছে আর্জেন্টিনাকে। মেসি ফিট হতে না হতে সার্জিও আগুয়েরো আবার ইনজুরিতে পড়েছেন। ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, এই মৌসুমে আর মাঠে নাও নামতে পারেন তিনি!

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েন আগুয়েরো। তার ক্লাবকোচ গার্দিওলা জানাচ্ছেন, এখনও প্রচুর ব্যথা অনুভব করছেন এই ফরওয়ার্ড।

‘সে প্রস্তুত নয়। জানি না কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে।’ বলছিলেন গার্দিওলা।

আর্জেন্টিনার প্রীতি ম্যাচের সময়ও ইনজুরিতে ছিলেন আগুয়েরো। ক্লাবে ফিরে কিছুটা সুস্থ হতে হতে আবার সাইডবেঞ্চে চলে গেলেন।

‘হাঁটুর সমস্যার কারণে সে অনুশীলন করতে পারেনি। লিভারপুলের বিপক্ষে শেষ ২০ মিনিট খেলেছিল। পরে বলেছে, ব্যথার কারণে দৌড়াতে পারছে না।’

আগুয়েরো ম্যানসিটির জন্য যেমন অন্যতম ভরসার নাম, তেমনি আর্জেন্টিনার জন্যও। মেসি একটু নিচে খেললে আগুয়েরো আক্রমণে ভূমিকা রাখেন। হিগুয়েনের চেয়ে তার উপরই বেশি ভরসা করে দলটি।



শেয়ার করুন :


আরও পড়ুন

দুই প্রশ্নের মুখে রিয়াল

দুই প্রশ্নের মুখে রিয়াল

দ. আমেরিকাকে সমর্থন মেসি-সুয়ারেজের

দ. আমেরিকাকে সমর্থন মেসি-সুয়ারেজের

চ্যাম্পিয়নস লিগের সেমিতে লিভারপুল

চ্যাম্পিয়নস লিগের সেমিতে লিভারপুল

মেসিদের কাঁদিয়ে সেমিতে রোমা

মেসিদের কাঁদিয়ে সেমিতে রোমা