জুভেন্টাস-মিলানের পাঁচ ফুটবলার করোনায় আক্রান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১
জুভেন্টাস-মিলানের পাঁচ ফুটবলার করোনায় আক্রান্ত

বিশ্বজুড়ে বাড়তে শুরু করেছে করোনা মহামারির প্রকোপ। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগার পর ইতালিয়ান সিরি-এ তেও দেখা দিয়েছে করোনা। দুই ক্লাবের পাঁচ ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন।

ইতালিয়ান ক্লাবগুলোতে চলছে বড়দিন এবং নববর্ষের ছুটি। এ সময়ই করোনায় আক্রান্ত হয়েছেন দুই ক্লাব জুভেন্টাস এবং ইন্টার মিলানের পাঁচ ফুটবলার। দুই ক্লাবই বিষয়টি নিশ্চিত করেছে।

ইন্টার মিলানের তিন ফুটবলার এবং জুভেন্টাসের দুই ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়েছেন ইন্টার মিলানের এডিন জেকো, অ্যালেক্স কর্ডাজ এবং মার্টিন স্যাটরিয়ানো। এ তালিকায় আরও আছেন জুভেন্টাসের দুই ফুটবলার কার্লো পিনসোগলিও এবং আর্থুর।

ইন্টার তারকা এডিন জেকো ২০২১ সালের নভেম্বরে আরও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন।

এদিকে করোনার প্রভাব বাড়তে থাকায় জুভেন্টাস, এএস রোমা এবং ল্যাজিওকে ইতিমধ্যেই দর্শকশূন্য মাঠে খেলার নির্দেশ দিয়েছে ইতালির ফুটবল ফেডারেশন। ছুটি শেষে জানুয়ারির ৬ তারিখ থেকে আবারও মাঠে গড়াবে ইতালিয়ান সিরি-এ।

লিগে ১৯ ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান। সমান সংখ্যক ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আছে জুভেন্টাস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :