ডাকাতির শিকার হয়েছেন ম্যানচেস্টার সিটির পর্তুগিজ তারকা জোয়াও ক্যানসেলো। শুধু ডাকাতির শিকার নয়, নিজেও আহত হয়েছেন তিনি। ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে জোয়াও ক্যানসেলোর বাসায় ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতদের বিপক্ষে রুখে দাঁড়ান তিনি। এ সময় ২৭ বছর বয়সী এ ফুটবলার কপালে আঘাত পান।
এ আঘাতের কারণে নতুন বছরের প্রথম দিনে তাকে মাঠে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। শনিবার (১ জানুয়ারি) আর্সেনালের বিপক্ষে মাঠে নামবেন কিনা তা এখনও নিশ্চিত করেনি ম্যানচেস্টার সিটি।
জোয়াও ক্যানসেলোর বাসায় ডাকাতির পর সেখানে হাজির হয়েছিল ম্যানচেস্টার সিটির প্রতিনিধি দল। তারা জানান, এ ঘটনায় তারা ধাক্কা খেয়েছেন। আর তারা সবসময় ক্যানসেলো এবং তার পরিবারের পাশে থাকবেন।
Man City's Joao Cancelo was mugged, but thankfully him and his family are okay
— GOAL (@goal) December 30, 2021
(: IG/jpcancelo) pic.twitter.com/LVZeKysFqS
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। এ বিষয়ে জোয়াও ক্যানসেলো সর্বাত্মক সাহায্য করছে বলে জানিয়েছে সিটিজেন কর্তৃপক্ষ।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন জোয়াও ক্যানসেলো। তিনি জানান, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ আমি চার কাপুরুষের হামলার শিকার হই। ওরা আমাকে আঘাত করেছে এবং আমার পরিবারকেও আঘাতের চেষ্টা করেছে। রুখে দাঁড়ালে এমনই হয়। আমার অলংকার ওরা নিয়ে গেছে এবং চেহারার এই হাল করেছে। জানি না, মানুষ কীভাবে এমন হতে পারে। পরিবারই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তারা ভালো আছে। জীবনে অনেক বাধা পেরিয়ে এসেছি, এটাও পারব।’
ফুটবলারদের বাসায় ডাকাতির ঘটনা এটাই নতুন নয়। কিছুদিন আগে বেনফিকা তারকা নিকোলাস ওটামেন্ডির বাসায় ডাকাতির ঘটনা ঘটেছিল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]