প্রথমার্ধেই চার গোল, যেখানে একটি আত্মঘাতী ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদো ও স্কট ম্যাকটোমিনে গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় একই ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। ঘরের মাঠে বার্নালির বিপক্ষে এ জয় দিয়ে বছরও শেষ করলো তারা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে প্রিমিয়ার লিগের এ ম্যাচে ৮, ২৭ ও ৩৫তম মিনিটে গোল পায় ম্যানচেস্টার ইউনাইটেড। বিপরীতে ৩৮তম মিনিটে একটি মাত্র গোলটি করে বার্নালি। বাকি সময়ে আর কোন গোল করতে পারেনি দুই দল।
ম্যানচেস্টার ইউনাইটেডের নিজেদের মাঠে তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি বার্নালি। অন্যদিকে, অষ্টম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। ম্যাসন গ্রিনউডের পাস থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন ম্যাকটোমিনে।
এরপর ২৭তম মিনিটে আত্মঘাতী গোল খেয়ে বসে বার্নালি। জ্যাডন স্যানচোর শট বেনমির পায়ে লেগে গোলে পরিণত হয়। গোলরক্ষক ওয়েইন হেনেসির আসলে তখন কিছুই করার ছিল না।
২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ম্যানইউ ৩৫তম মিনিটে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। এবার গোলটি করে ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাকটোমিনের শট গোলরক্ষক ফিরিয়ে দিলে ফাঁকা জায়গায় বল পেয়ে আর দেরি করেননি তিনি। পর পর তিন গোলে খেয়ে ৩৮তম মিনিটে ব্যবধান কমায় বার্নলি। দলের পক্ষে একমাত্র গোলটি করেন অ্যারন লেনন।
এরপর দ্বিতীয়ার্ধে আরও বেশ কয়েকটি শট নিলেও সেগুলো গোলে পরিণত করতে পারেনি ম্যানইউ। ফলে শেষ পর্যন্ত প্রাথমার্ধের এগিয়ে থাকা গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
পুরো ম্যাচে ম্যানইউ ৫৮ শতাংশ সময় বল দখলে রেখেছিল। এর মধ্যেে নেওয়া ১৮টি শটে ৬টি টার্গেটের ছিল। অন্যদিকে, ৪২ শতাংশ সময় বল দখলে রাখা বার্নলির ১০টি শটের মাঝে ৩টি টার্গেটের ছিল।
এদিকে, এ জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে নিজেদের খেলা ১৮ ম্যাচে ৯টি জয় ও চারটি ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে তারা। লিগে ২০ ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]