নবাগত ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যানসিটির কষ্টের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৭ এএম, ৩০ ডিসেম্বর ২০২১
নবাগত ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যানসিটির কষ্টের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে চলমান আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির জয় দিয়ে বচল শেষ করলো। বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নবাগত ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে বছর শেষ করেছে তারা। লিগে এ টানা দশম জয়ে শীর্ষে থাকা ম্যানসিটি পয়েন্ট ৫০ স্পর্শ করলো।

ম্যাচের শুরু দিকেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে শেষ পর্যন্ত লড়াই করলেও আর ফিরতে পারেনি নবাগত ব্রেন্টফোর্ড। ম‍্যানচেস্টার সিটির রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা।

জয় সূচক একমাত্র গোলটি করেন ফিল ফোডেন। কেভিন ডে ব্রুইনের পাস থেকে বল ধরে গোলটি আদায় করেন তিনি। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির।

যদিও ম্যাচের শেষ দিকে ৮৭তম মিনিটে এমিরেক লাপোর্তে করা একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এছাড়া নবাগত ব্রেন্টফোর্ড তুলনা মূলক দুর্বল দল হলেও গোল করার বেশি সুযোগ তৈরি করতে পারেননি ম্যানসিটি।

অন্যদিকে, শুরুতেই পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হওয়া ব্রেন্টফোর্ড দারুণ লড়াই করলেও হার এড়াতে পারেনি। ম্যাচে ৭৭ শতাংশ সময় দল দখলে রেখেছিল ম্যানসিটি। এর মধ্যে নেওয়া ১২টি শটের মধ্যে ৩ট টার্গেট নিয়েছিল দল।

অন্যদিকে, ২৩ শতাংশ সময় বল পাওয়া ব্রেন্টফোর্ডের নেওয়া ৬টি শটের মাচে ২টি টার্গেট শট ছিল। তবে কোন গোল আদায় করতে পারেনি দলটি। এ হারে নিজেদেরন ১৮ ম্যাচে ৫টি করে জয়-ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে রয়েছে তারা।

এদিকে, টানা দশম জয়ে প্রিমিয়ার লিগে আগে থেকেই শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ৫০-এ। নিজেদের ২০ ম্যাচে ১৬ টি ও ২টি করে ড্র ও হারে চ্যাম্পিয়নের পথে রয়েছে দলটি।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পেনাল্টি মিসের ম্যাচে লেস্টারের কাছে পরাস্ত লিভারপুল

পেনাল্টি মিসের ম্যাচে লেস্টারের কাছে পরাস্ত লিভারপুল

প্রিমিয়ার লিগে স্থগিত হলো আর্সেনালের ম্যাচ

প্রিমিয়ার লিগে স্থগিত হলো আর্সেনালের ম্যাচ

গোল বন্যার ম্যাচে লিস্টারকে হারালো ম্যানসিটি

গোল বন্যার ম্যাচে লিস্টারকে হারালো ম্যানসিটি

টিকা না নেওয়া ফুটবলাদের দলে ভেড়াবে না লিভারপুল

টিকা না নেওয়া ফুটবলাদের দলে ভেড়াবে না লিভারপুল