রিয়াল-বায়ার্ন, লিভারপুলেপর প্রতিপক্ষ রোমা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৪ এপ্রিল ২০১৮
রিয়াল-বায়ার্ন, লিভারপুলেপর প্রতিপক্ষ রোমা

জমে উঠেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার লড়াই। সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ পেল বায়ার্ন মিউনিখকে। লিভারপুলের প্রতিপক্ষ রোমা।

শুক্রবার সুইজারল্যান্ডের নিওঁতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ড্র-তে এই সমীকরণ নির্ধারিত হয়।

‘এইচ’ গ্রুপে থেকে রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠে রিয়াল। শেষ ষোলোয় নেইমারের পিএসজিকে দুই লেগ মিলে ৫-২ গোলে হারিয়ে ওঠে শেষ আটে। শেষ আটে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে হারায় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। জুভেন্টাসের মাঠে ৩-০ গোলে জেতার পর ফিরতি লেগে ৩-১ গোলে হেরে যায় জিনেদিন জিদানের দল। তবে দুই লেগ মিলে ৪-৩ গোলে এগিয়ে সেমিতে জায়গা করে নেয় শেষ দুবারের শিরোপা জয়ীরা।

পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ‘বি’ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে সেরা নকআউট পর্বে উঠেছিল। শেষ ষোলোতে তুরস্কের ক্লাব বেসিকতাসকে দুই লেগ মিলে ৮-১ এবং সেমিফাইনালে স্প্যানিশ ক্লাব সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট কাটে।

কোয়ার্টারে বার্সাকে হারিয়ে সবচেয়ে চমক সৃষ্টি করে রোমা। ইতালিয়ান এই জায়ান্ট ‘সি’ গ্রুপে চেলসি, আটলেতিকো মাদ্রিদের মতো দলকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে। শেষ ষোলোয় ইউক্রেনের শাখতার দোনৎস্কের সঙ্গে দুই লেগ মিলিয়ে ২-২ গোলে সমতা থাকলেও অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে কোয়ার্টারে ওঠে রোমা। কোয়ার্টারে প্রথম লেগে বার্সেলোনার মাঠে ৪-১ গোলে হারের পর ফিরতি পর্বে ৩-০ গোলে জিতে যায় দলটি। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৪-৪ হলেও অ্যাওয়ে গোলের সুবাদে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নিশ্চিত করে রোমা।

‘ই’ গ্রুপের সেরা লিভারপুল শেষ ষোলোয় এফসি পোর্তোকে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে হারায়। আর কোয়ার্টার-ফাইনালের উভয় লেগ জিতে ৫-১ গোলে এগিয়ে থেকে শেষ চারের টিকিট পায় ইংলিশ জায়ান্টরা।



শেয়ার করুন :


আরও পড়ুন

০৫ এপ্রিল : টিভিতে আজকের খেলা

০৫ এপ্রিল : টিভিতে আজকের খেলা

রোনালদোর গোল ইতিহাসে সেরা, তবে আমার মত নয় : জিদান

রোনালদোর গোল ইতিহাসে সেরা, তবে আমার মত নয় : জিদান

পিছিয়ে পড়েও সেভিয়াকে হারাল বায়ার্ন

পিছিয়ে পড়েও সেভিয়াকে হারাল বায়ার্ন

নতুন হেয়ার স্টাইলে নেইমার

নতুন হেয়ার স্টাইলে নেইমার