প্রতিবছরের ন্যায় এবারও বিশ্ব ফুটবলে সেরাদের নিয়ে দুবাই ভিত্তিক মর্যাদাপূর্ণ ‘গ্লোব সকার অ্যাওয়ার্ডস’ পুরস্কার প্রদান করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রাণঘাতি ভাইরাসের এলোমেলা ক্রীড়া বিশ্বে এ বছর বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন পিএসজি ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। আর বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন স্পেন ও বার্সেলোনার অধিনায়ক আলেক্সিয়া পুটেলাস।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে পোল্যান্ড ও বায়ার্ন ফরোয়ার্ড রবার্ট লেভানডোভস্কিকে পেছনে ফেলে সেরা পুরস্কার জিতে নেন এমবাপে। এর আগে নভেম্বরেও ব্যালন ডি’অর পুরস্কারে লিওনেল মেসির কাছে পরাজিত হয়েছিলেন রবার্ট লেভােনডোভস্কি।
বর্ষসেরা পুরস্কার জেতার বিষয়ে পোলিশ ফরোয়ার্ড যোগ্য দাবিদার থাকলেও ভোটে তিনি হেরে যান তিনি। তবে সেরা পুরস্কার জিততে না পারলেও খালি হাতে ফিরতে হয়নি রবার্ট লেভােনডোভস্কিকে।টিকটক সমর্থকদের ভোটে সান্তনাসূচক বর্ষসেরা পুরস্কার জিতেছেন তিনি।
এছাড়া ‘গ্লোব সকার অ্যাওয়ার্ডস’ ২০২১ এ সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও পর্তুগাল তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। আর বার্সেলোনা ও ব্রাজিল ফুটবলের সাবেক তারকা রোনালদিনহোকে দেওয়া হয়েছে আজীবন সম্মাননা।
‘গ্লোব সকার অ্যাওয়ার্ডস’-এ এবার মোট ১৭টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। পুরুষ ও নারী ক্যাটাগরিতে বর্ষসেরা পুরস্কার ছাড়াও বর্ষসেরা, গোলকিপার, ডিফেন্ডার, কোচ এবং সেরা জাতীয় ফুটবল দলকেও পুরস্কৃত করা হয়।
একনজরে ‘গ্লোব সকার অ্যাওয়ার্ডস’ অ্যাওয়ার্ড ২০২১
বর্ষসেরা পুরুষ ফুটবলার: কিলিয়ান এমবাপে (ফ্রান্স ও পিএসজি)
বর্ষসেরা নারী ফুটবলার: আলেক্সিয়া পুটেলাস (স্পেন ও বার্সেলোনা)
টিকটক সমর্থকদের ভোটে বর্ষসেরা পুরুষ ফুটবলার: রবার্ট লেভানডোভস্কি (পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)
বর্ষসেরা পুরুষ ফুটবল ক্লাব: চেলসি (ইংল্যান্ড)
বর্ষসেরা নারী ফুটবল ক্লাব: বার্সেলোনা (স্পেন)
বর্ষসেরা পুরুষ ডিফেন্ডার: লিওনার্দো বোনুচি (জুভেন্টাস ও ইতালি)
বর্ষসেরা পুরুষ গোলকিপার: জিয়ানলুইগি ডোনারুম্মা (পিএসজি ও ইতালি)
বর্ষসেরা পুরুষ কোচ: রবার্তো মানচিনি (ইতালি)
বর্ষসেরা পুরুষ জাতীয় দল: ইতালি
বর্ষসেরা ক্রীড়া পরিচালক: জিকি বেগুইরিস্টাইন (ম্যানচেস্টার সিটি)
বর্ষসেরা এজেন্ট: ফেদেরিকো পাস্তোরেলো
ই-স্পোর্টস প্লেয়ার অফ দ্য ইয়ার: মোসাদ আলদোসারী
সর্বকালের সর্বোচ্চ গোলদাতা: ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড ও পর্তুগাল)
আজীবন সম্মাননা: রোনালদিনহো (ব্রাজিল)
ডিয়েগো ম্যারাডোনা পুরস্কার বা সর্বোচ্চ গোলদাতা: রবার্ট লেভান্ডোস্কি (পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)
বর্ষসেরা আফ্রিকা যুব একাডেমি: জেড এফসি (মিশর)
উদ্ভাবন পুরস্কার: সিরি এ (ইতালি)।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]