নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে চায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১
নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে চায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র

ফেডারেশন কাপের মাঠ ইস্যুতে খেলতে না যাওয়ায় বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারার সাথে নিষিদ্ধ হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিদ্ধান্ত অনুযায়ী দলগুলো আগামী বছরের ফেডারেশন কাপে খেলতে পারবে না। তবে বাফুফের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

উদ্বোধনী দিনে মাঠে যায়নি প্রিমিয়ার লিগের দুই ক্লাব বসুন্ধরা কিংস এবং উত্তর বারিধারা। এরপর নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে মুক্তিযোদ্ধাও মাঠে উপস্থিত হয়নি। ফলে প্রতিপক্ষ দলকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়।

এর আগে মাঠে খেলতে না আসায় ক্লাব তিনটিকে নোটিশ পাঠিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে নোটিশে জবাব না পেয়ে কিমিটির সভা নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। নিষেধাজ্ঞার পাশাপাশি প্রত্যেক ক্লাবকে ৫ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

এদিকে, নিষেধাজ্ঞা ও জরিমানার বিপক্ষে আপিল করতে চায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। মঙ্গলাবর (২৮ ডিসেম্বর) স্পোর্টসমেইল২৪.কম-এর কাছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের টিম ম্যানেজার মো.আরিফুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, “আপিল করার সুযোগ থাকলে করবো। বাইলজ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা আপিল করার ব্যাপারে আশাবাদী। আমরা খেলতে চেয়েছিলাম।”

খেলতে চাইলে টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার কারণ জানতে চাইলে স্পোর্টসমেইল২৪.কম-কে আরিফুল ইসলাম বলেন, “আমাদের দাবি ছিল, টার্ফের মাঠ নয়, ঘাসের মাঠে খেলা হোক। ফুটবল ফেডারেশন (বাফুফে) সেটা করেনি, তাই আমরা সরে আসছি।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস 

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিষিদ্ধ, জরিমানা ৫ লাখ

বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিষিদ্ধ, জরিমানা ৫ লাখ

ফেডারেশন কাপে না খেললে পয়েন্ট হারাবে ক্লাব

ফেডারেশন কাপে না খেললে পয়েন্ট হারাবে ক্লাব

শ্রীলঙ্কার জালে এক ডজন গোল, ফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কার জালে এক ডজন গোল, ফাইনালে বাংলাদেশ

বসুন্ধরাকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতলো আবাহনী

বসুন্ধরাকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতলো আবাহনী