ইংলিশ প্রিমিয়ার লিগে বক্সিং ডে-তে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি এবং লেস্টার সিটি। গোলবন্যার এ ম্যাচে দারুণ এক খেলা উপহার দিয়েছে দুই দল। ৯ গোলের ম্যাচে লেস্টারকে হারিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরো পোক্ত করলো ইংলিশ জায়ান্টরা।
তবে মাঠের হিসাব বলছে ভিন্ন কথা। ম্যাচটা মোটেই এতো সহজ ছিলো না। ম্যাচের পরতে পরতে ছিলো নাটকীয়তায় ভরপুর। ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ২৫ মিনিটেই ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা।
সেখান থেকে দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মধ্যে স্কোরলাইন ৪-৩ করে ফেলে লিস্টার। তবে শেষ দিকে দুই গোল করে ইতিহাদে স্বস্তি ফিরিয়ে আনেন গার্দিওয়ালার শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে নিজেদের আসল রূপটা দেখাতে থাকে সিটি। একের পর এক আক্রমণে দিশেহারা করে ফেলে লেস্টারের রক্ষণভাগ। ফলও আসে হাতেনাতে। ম্যাচের ৫ মিনিটের মাথায় দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইন।
প্রথম গোলের ঠিক ১০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াদ মাহারেজ। ২১ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি করেন ইল্কায় গুন্ডোগান। এর ঠিক ৪ মিনিট পর দলের হয়ে চতুর্থ গোলটি করেন রহিম স্টার্লিং। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায় নি দু’দল।
দ্বিতীয়র্ধের শুরু থেকেই আগ্রাসী রূপে আবির্ভাব হয় লেস্টার। ম্যাচের ৫৫ মিনিটে দলের হয়ে এক গোল শোধ করেন জেমস ম্যাডিসন। ৪ মিনিট পর ব্যবধান আরও কমান আদেমলা লুকমান। ৬৫ মিনিট আরেকটা গোলে স্কোরলাইন ৪-৩ করে লেস্টারকে জয়ে স্বপ্ন দেখাতে থাকেন কেনেচি ইহেনাচো।
ওইটুকুই! সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি লেস্টার। এর মধ্যে ৬৯ এবং ৮৭ মিনিটে সিটির হয়ে দু’টি গোল করে লেস্টারের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন এমেরিক লাপোর্তা ও স্টার্লিং। তাতে ৬-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতিহাদের মহারাজারা।
এই জয়ে ১৯ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করেছে ম্যান সিটি। ১৭ ম্যাচে খেলে ২২ পয়েন্ট নিয়ে লিস্টার অবস্থান করেছে ১০ নম্বরে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]