মোহাম্মদ সালাহ-কে নিয়ে অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটলো। ২ জানুয়ারি ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে চেলসির বিপক্ষে খেলতে পারবেন লিভারপুলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ।
৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আফ্রিকা মহাদেশীয় চ্যাম্পিয়নশিপের ৩৩তম আসর। ওই আসরে মিসরের হয়ে খেলবেন সালাহ। টুর্নামেন্টকে সামনে রেখে বছরের শুরু থেকেই ক্যাম্প শুরু করবে মিশর। এতে দলের সাথে যোগ দিতে হতো সালাহকে। তাই চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সালাহর না খেলার সম্ভাবনাই বেশি ছিল।
তবে মিশর জাতীয় দলের সাথে সমঝোতায় পৌঁছেছে লিভারপুল। তাই চেলসির বিপক্ষে ম্যাচের পর লিভারপুল ছেড়ে জাতীয় দলে যোগ দিবেন সালাহ। নেশনস কাপে মিশরের প্রথম ম্যাচ ১১ জানুয়ারি।
প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে রয়েছে সালাহ। লিগে এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১৫ গোল করেছেন তিনি। আর চ্যাম্পিয়নস লিগে ৬ ম্যাচে ৭ গোল করেছেন সালাহ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]