ফেডারেশন কাপ খেলবে না মুক্তিযোদ্ধা-বসুন্ধরা!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১
ফেডারেশন কাপ খেলবে না মুক্তিযোদ্ধা-বসুন্ধরা!

একদিন পরেই মাঠে গড়াবে ২০২১-২২ মৌসুমে ঘরোয়া ফুটবলের দ্বিতীয় আসর ফেডারেশন কাপ। এ টুর্নামেন্ট থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে প্রিমিয়ার লিগ ফুটবলের দুই ক্লাব মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ এবং বসুন্ধরা কিংস। মূলত কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তাফা কামাল স্টেডিয়ামের টার্ফে খেলা হওয়ায় নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে তারা। 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হয় ফেডারেশন কাপের ড্র। এছাড়াও একইদিনে ম্যাচের সময় সূচি এবং ভেন্যু জানিয়ে দেয় বাফুফে।

এরপরেই প্রিমিয়ার লিগের দুই ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং বসুন্ধরা কিংস জানিয়ে দেয়, কমলাপুর স্টেডিয়াম মাঠে টুর্নামেন্ট আয়োজন করা হলে তারা খেলবে না। অবশ্য এর আগে চিঠি দিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের টিম ম্যানেজার মো. আরিফুল ইসলাম স্পোর্টসমেইল২৪.কম-কে বলেন, ‘২১ তারিখে চিঠি দিয়েছিলাম, ওই (কমলাপুর স্টেডিয়াম) মাঠে খেলা হলে খেলবো না। ওনারা ওই মাঠেই খেলা দিছে। আমরা আমাদের অবস্থানে অবস্থান করছি।  কারণ, আমরা তো বলছি কমলাপুরে খেলা হলে খেলবো না।’

এ মাঠে খেলা হলে ফুটবলাররা বেশিরভাগ সময় ইনজুরিতে পড়ে বলে জানিয়েছেন তিনি। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের টিম ম্যানেজার আরও বলেন, ‘দেখেন, ওইখানে খেলোয়াড়রা ইনজুরিতে পড়েছে। আবার লিগ শুরু হবে ১৫ তারিখে (লিগ শুরুর সম্ভাব্য তারিখ ২০২২ সালের ১৫ জানুয়ারি)। ওনারা বলতে পারে, এখানে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। আমরাও তো স্বাধীনতা কাপ খেললাম। সবাই যে সব মাঠে খেলতে পারবে বিষয়টা তো এমন না।’

কমলাপুর স্টেডিয়ামের টার্ফের বদলে ঘাসের মাঠের স্টেডিয়ামে ফেডারেশন কাপ আয়োজন করতে পারতো বলে মন্তব্য করেন আরিফুল ইসলাম। এ বিষয়ে তিনি বলেন, ‘আশে পাশে ঘাসে মাঠ ছিল, এখানে ইচ্ছা করলেই খেলা দিতে পারতো। কেন নিলো না সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর আমরা খেলবো না। টুর্নামেন্ট না খেললে তো আর জবাবদিহিতা নাই।’

অপরদিকে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষও ফেডারেশনে কাপে তাদের না খেলার বিষয়টি স্পোর্টসমেইল২৪.কম-কে নিশ্চিত করেছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফেডারেশনের কাপে একই গ্রুপে কিংস-মোহামেডান

ফেডারেশনের কাপে একই গ্রুপে কিংস-মোহামেডান

বসুন্ধরাকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতলো আবাহনী

বসুন্ধরাকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতলো আবাহনী

বসুন্ধরা ছেড়ে আবাহনীতে গেলেন বিশ্বকাপ খেলা কলিন্দ্রেস

বসুন্ধরা ছেড়ে আবাহনীতে গেলেন বিশ্বকাপ খেলা কলিন্দ্রেস

এএফসি কাপে বাংলাদেশের দুই প্রতিনিধি বসুন্ধরা কিংস-আবাহনী

এএফসি কাপে বাংলাদেশের দুই প্রতিনিধি বসুন্ধরা কিংস-আবাহনী