ফেডারেশনের কাপে একই গ্রুপে লড়াই করবে বসুন্ধরা কিংস এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়াও এই গ্রুপে পড়েছে সদ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফুটবলে উঠে আসা স্বাধীনতা ক্রীড়া সংঘ। ফেডারেশন কাপের সবচেয়ে সফল দল আবাহনী লিমিটেড পড়েছে কিছুটা সহজ গ্রুপে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হয় ফেডারেশন কাপের ড্র। ১২ দলের এ টুর্নামেন্টে দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের সেরা হয়ে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে উঠেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। ফেডারেশন কাপে ‘এ’ গ্রুপে পড়েছে তারা। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বসুন্ধরা কিংস এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব।
‘বি’ গ্রুপে আবাহনীর প্রতিপক্ষ হিসেবে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র এবং উত্তর বারিধারা। ২০১২ সালে ঘরোয়া লিগের প্রথম দল হিসেবে ট্রেবল জিতে শেখ রাসেল ক্রীড়া চক্র। সেবারই ফেডারেশন কাপের শিরোপা ঘরের তুলেছিল তারা। অপরদিকে ১১ টি শিরোপা জিতে ফেডারেশন কাপের সর্বোচ্চ শিরোপার মালিক আবাহনী লিমিটেড।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় ফেডারেশনের কাপের সবগুলো ম্যাচ আয়োজিত হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। তবে এ মাঠে টুর্নামেন্ট আয়োজনে আপত্তি করেছে অংশগ্রহণকারী দুই ক্লাব উত্তর বারিধারা এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
শনিবার (২৫ ডিসেম্বর) থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপের এবারের আসর। কোয়ার্টার ফাইনাল এবং সেমি-ফাইনাল শেষে ২০২২ সালের ৮ জানুয়ারি পর্দা নামবে এবারের আসরের।
ফেডারেশন কাপের গ্রুপিং-
গ্রুপ `এ’- বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব, স্বাধীনতা ক্রীড়া সংঘ
গ্রুপ ‘বি’- আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, উত্তর বারিধারা
গ্রুপ ‘সি’- সাইফ স্পোর্টিং ক্লাব, চিটাগাং আবাহনী, বাংলাদেশ পুলিশ এফসি
গ্রুপ ‘ডি’- শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]