লা লিগা পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দল রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিতই ছিল। তবে ৯০ মিনিটের শেষ ৮০ মিনিটের খেলা ছিল শুধু মাঠের লড়াই। গোল যা হওয়ার প্রথম ১০ মিনিটেই হয়েছে। ৩ গোলের ম্যাচে আথলেতিক বিলবাওয়ে বিপক্ষে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে রিয়াল। দলের হয়ে জোড়া গোল করেছেন করিম বেনজেমা।
বুধবার (২২ ডিসেম্বর) রাতে ম্যাচের প্রথম ১০ মিনিটেই তিন গোল। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায় তখনই। ম্যাচ জমে উঠার আগেই ৪ ও ৭ মিনিটে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন করিম বেনজেমা। আর ঠিক দশম মিনিটে দলের পক্ষে একমাত্র গোলটি করে ব্যবধান কমান ওইহান সানসেট।
প্রথম ১০ মিনিটে তিন গোলের পর আর কোন সাফল্য পায়নি কোন দল। ফলে করিম বেনজেমার জোড়া গোলে গড়ে দেওয়া ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
গোল না পেলেও বেশ কয়েক বার সুযোগ তৈরি করেছিল দুই দলই। ম্যাচের ২৩তম মিনিটে অল্পের জন্য গোল আদায় করতে পারেননি বিলবাওয়ের উনাই ভেনসেদর। তার দুই মিনিট পর বেনজেমার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন অস্কার দে মার্কোস।
দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে দারুণ সুযোগ পেয়েও গোল করতে পারেনি ইনাকি উইলিয়ামস। ম্যাচের শেষ দিকে এগিয়ে থাকা রিয়াল রক্ষণে মনোযোগ বাড়ায়। ফলে চেপে ধরলেও আর গোল পায়নি বিলবাও। ফলে হার নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়।
এ জয়ে লিগে ১৯ ম্যাচ খেলে ১৪ টি জয় ও ৪টি ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর সমান সংখ্যক ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে রয়েছে বিলবাও।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]