বৈশ্বিক মহামারি করোনার থাবায় বিশ্বজুড়ে থমকে আছে সব। বাদ যাচ্ছে না ক্রীড়াঙ্গনও। করোনার ভযাবহতার সুর এবার ছড়িয়ে পড়লো স্প্যানিশ ফুটবলেও। সবচেয়ে বড় থাবাটা গিয়ে পড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ডেরায়। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো দুইজন। তাতে রিয়াল মাদ্রিদ পরিণত হয়েছে ‘করোনা শিবির’ এ।
কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে মাঠের চলে গেছেন রিয়ালের নির্ভরযোগ্য ছয় খেলোয়াড় লুকা মদ্রিচ, মার্কো অ্যাসেনসিও, অ্যান্ড্রি লুনিন, মার্সেলো, গ্যারেথ বেল এবং রুদ্রিগো। এই ছয়জনের করোনা আক্রান্তের খবরে রিয়াল শিবির শিবির যখন টালমাটাল, ঠিক তখনই ‘মড়ার উপর খাড়ার ঘা’ হয়ে আসলো ইসকো এবং ডেভিড আলাবার করোনা পজিটিভের খবর।
এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন দলটির সহকারী কোচ ডেভিড আনচেলত্তি। করোনার থাবায় সবমিলিয়ে ভীষণ অস্বস্তিতে দিন কাটছে রিয়ালের।
নতুন করে দুই তারকার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে তারা জানায়, ‘আমাদের দুই খেলোয়াড় ইসকো এবং ডেভিড আলাবা কোভিড-১৯ পজেটিভ হয়েছেন।’
২০১৩ সাল থেকে রিয়াল মাদ্রিদে খেলছেন স্প্যানিশ মিডফিল্ডার ইসকো। অন্যদিকে, চলতি বছরের জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে বায়ার্ন মিউনিখ থেকে রিয়ালে নাম লেখান আলাবা।
লা লিগায় ১৮ ম্যাচ খেলে ১৩ জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৮। অপরদিকে চিরপ্রতিন্দন্দ্বী বার্সেলোনা ২৮ পয়েন্ট ৭ নম্বরে অবস্থান করছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]