অর্থনৈতিক সমস্যার পরও স্টেডিয়াম সংস্করণে হাত দিচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ক্লাব সদস্যদের মধ্যে ভোটাভুটির পর এ সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি। স্টেডিয়াম সংস্কারের জন্য প্রায় ১৫০ কোটি ইউরো খরচ করবে বার্সেলোনা।
চলতি বছরের আগস্টে আর্থিক সমস্যার কারণে দলের সেরা ফুটবলার লিওনেল মেসিকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা। এর চার মাস না পেরোতেই এত বড় প্রকল্পে হাত দিতে যাচ্ছে তারা।
লিওনেল মেসি চলে যাওয়ার পর বার্সেলোনার আর্থিক অবস্থার কোনো উন্নতিই হয়নি। বরং আর্থিক লোন নিয়ে নতুন প্রকল্পে হাত দিচ্ছে তারা।
'এস্পাই বার্সা' নামের এ প্রকল্পের পরিকল্পনা করেছিল সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ। তবে তাদের দুর্নীতির খবর এবং মেসিকে ধরে রাখতে না পারার ব্যর্থতার কারণে সভাপতির পদ ছেড়েছেন বার্তেমেউ। ধারণা করা হয়েছিল থমকে যাবে এ প্রকল্প। তবে শেষ পর্যন্ত প্রকল্পটিকে আলোর মুখ দেখাচ্ছেন নতুন সভাপতি জোয়ান লাপোর্তে।
এত বড় প্রকল্প বাস্তবায়ন করার আগে সেটি সদস্যদের দ্বারা সমর্থিত হতে হয়। বার্সেলোনার নিবন্ধিত সদস্যদের ভোটে সেই অনুমোদনও পেয়েছেন জোয়ান লাপোর্তে।
বর্তমানে ক্যাম্প ন্যুয়ের দর্শক ধারণ ক্ষমতা ৯৯ হাজার ৩৫৪ জন। সংস্কারের পর এর ধারণ ক্ষমতা দাঁড়াবে ১ লাখ ৫ হাজার। এছাড়াও আধুনিক সব প্রযুক্তি যুক্ত থাকবে এ স্টেডিয়ামে।
স্টেডিয়াম সংস্কার কাজ শুরু হলে ২০২২-২৩ মৌসুমেও ন্যু ক্যাম্পে নিজেদের হোম ম্যাচ খেলবে বার্সেলোনা। তবে এ সময় গ্যালারির কিছু অংশে দর্শক প্রবেশ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া ২০২৩-২৪ মৌসুমে বার্সেলোনা শহরের অন্য স্টেডিয়ামে খেলার চিন্তা ভাবনা করছে কাতালান ক্লাবটি। সংস্কার শেষে ২০২৪-২৫ মৌসুমে স্টেডিয়ামে ফিরবে কাতালান ক্লাবটি।
লাপোর্তে জানিয়েছেন, স্টেডিয়াম সংস্কার হলে ক্লাবের বাড়তি আয় হবে। তাতে ক্লাবের বার্ষিক আয় বাড়বে। এছাড়াও স্টেডিয়ামের নামস্বত্ব বিক্রি করা হবে বলেও জানিয়েছেন তিনি। এতে স্টেডিয়াম সংস্কারের সকল খরচ উঠে আসবে বলে জানিয়েছেন বার্সেলোনা সভাপতি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]