না খেলেও রেনের কাছে হারলো টটেনহ্যাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২১
না খেলেও রেনের কাছে হারলো টটেনহ্যাম

ইউরোপা কনফারেন্স লিগের গ্রুপ ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে রেনেকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- উয়েফা। যার মাধ্যমে ইউরোপ অভিযানে এ মৌসুমে টটেনহ্যাম হটস্পার্সের ইতি ঘটলো।

স্কোয়াডে কোভিড-১৯ এর সংক্রমণ দেখা দেওয়ায় গত ৯ ডিসেম্বরের গ্রুপ ম্যাচে অংশ নিতে পারেনি স্পার্সরা। ফলে রেনের পেছনে থেকে গ্রুপের তৃতীয় স্থান লাভ করে তারা। আর রেনে সরাসরি শেষ ষোলতে খেলার সুযোগ পেয়েছে। এছাড়া প্লে অফ নিশ্চিত করে ডাচ ক্লাব ভিটেসে। নক-আউটের প্লে অফে তাদের প্রতিপক্ষ র‌্যাপিড ভিয়েনা।

উয়েফা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘২০২১ সালের ৯ ডিসেম্বর উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের গ্রুপ পর্বে টটেনহ্যাম হটস্পার্স বনাম রেনের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে টটেনহ্যাম ম্যাচে অংশ না নেওয়ায় উয়েফা আপিল বিভাগ ৩-০ গোলে রেনেকে বিজীয় ঘোষণা করেছে।’

লন্ডনে ম্যাচটি শুরুর আগে স্পার্স কোচ এন্টনিও কন্টে জানান, তার দলের ৮ জন খেলোয়াড় ও ৫ জন স্টাফের কোভিড পরিক্ষার ফল পজিটিভ হয়েছে। এতেই ম্যাচটি বাতিল করা হয়।

এদিকে, নতুন করে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার শুরু হওয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে টটেনহ্যাম। এ কারণে ব্রাইটন ও লিস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচেও অংশ নিতে পারেনি ক্লাবটি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন ড্রয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের প্রতিপক্ষ পিএসজি

নতুন ড্রয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের প্রতিপক্ষ পিএসজি

উয়েফার নিয়ম ভেঙে জরিমানার মুখে আট ক্লাব

উয়েফার নিয়ম ভেঙে জরিমানার মুখে আট ক্লাব

দুই বছর পরপর বিশ্বকাপ চাচ্ছে না ক্লাবগুলো, সভায় বসছে ফিফা

দুই বছর পরপর বিশ্বকাপ চাচ্ছে না ক্লাবগুলো, সভায় বসছে ফিফা

এরিকসনের জীবন বাঁচানো চিকিৎসকরা পাচ্ছেন পুরষ্কার

এরিকসনের জীবন বাঁচানো চিকিৎসকরা পাচ্ছেন পুরষ্কার