বিশ্বজুড়ে আবারও বেড়ে চলেছে করোনা প্রভাব। ইংলিশ প্রিমিয়ার লিগেও পড়েছে এ প্রভাব। স্থগিত করা হয়েছে বেশ কিছু ম্যাচ। সবার স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি চিন্তা করে কোভিড টিকা না নেওয়া ফুটবলারদের দলে না ভেড়ানোর সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল।
এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলার কোচ স্টিভেন জেরার্ড এবং ক্রিস্টাল প্যালেসের কোচ প্যাট্রিক ভিয়েরা জানান, নতুন ফুটবলার দলে ভেড়ানোর সময় কোভিড টিকা নেওয়া না নেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
চলতি বছর অক্টোবরে লিগ কর্তৃপক্ষ জানিয়েছিল, ৬৮ শতাংশ খেলোয়াড় টিকার দুই ডোজ সম্পন্ন করেছে। তবে সর্বশেষ এক সপ্তাহে মোট ৪২ জন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছে। এ কারণে স্থগিত হয়েছে মোট ১০ ম্যাচ।
নতুন ফুটবলার দলে ভেড়ানোর আগে টিকা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তিনি বলেন, ‘আমরা এখনও কোনো খেলোয়াড়কে দলে টানার কাছাকাছি নেই। তবে আমি এটা (কোভিড টিকা না নেওয়া খেলোয়াড় দলে টানা) নিয়ে ভেবেছি এবং অবশ্যই এটার প্রভাব থাকবে। যদি কোনো খেলোয়াড় টিকা না নিয়ে থাকে, তাহলে আমাদের সবার জন্যই সে হুমকি।’
টিকা না নেওয়া কোনো ফুটবলারের জন্য আলাদা ব্যবস্থা করতে রাজি নন কোচ ইয়ুর্গেন ক্লপ। তার মতে কোভিড আক্রান্ত হলে সব ফুটবলারদের আইসোলেশনে থাকতে হয়। আক্রান্ত ব্যক্তি টিকা বিহীন হলে, তা ঝুঁকি অনেক বেশি বাড়িয়ে দেয়।
তিনি বলেন, ‘যদি একজন (খেলোয়াড়) কোভিড আক্রান্ত হয় এবং অন্যরা তার আশেপাশে থাকে, তাদের আইসোলেশনে থাকতে হয়...আমরা টিকাবিহীন খেলোয়াড়দের জন্য কোনো বিল্ডিং তৈরি করতে যাচ্ছি না। আশা করি, এটির প্রয়োজনও হবে না।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]