অনূর্ধ্ব ১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশের দরকার ছিল ড্র। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র না, জয়ই তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। শুধু তাই নয়, শ্রীলঙ্কার জালে দিয়েছে গুণে গুণে এক ডজন গোল।
রোববার (১৯ ডিসেম্বর) অনূর্ধ্ব ১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। সে ম্যাচে শুরু থেকেই শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে শুরু করে বাংলাদেশ।
ম্যাচ শুরুর দুই মিনিটের মাথায় বাংলাদেশের দর্শকদের উল্লাসে ভাসান আনাই মুঘিনি। তার গোলেই প্রথম লিড পায় বাংলাদেশ। এর মিনিট পাঁচেক পরেই দ্বিতীয় গোল করে পর্ণা চাকমা। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে শ্রীলঙ্কার জালে এক হালি গোল পূর্ণ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও আগ্রাসী হয়ে উঠে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে শ্রীলঙ্কার জালে আরও আটবার বল পাঠায় বাংলাদেশ। এক ডজন গোলের মধ্যে বাংলাদেশের হয়ে দুইটি হ্যাটট্রিক করেন শাহেদা রিপা এবং আফিদা খন্দকার।
শ্রীলঙ্কার জালে এক ডজন গোল দিলেও লঙ্কানরা ভাঙতে পারেনি বাংলাদেশের রক্ষণ। তাই তো স্কোর শিটে নাম তুলতে পারেননি কোনো লঙ্কান ফুটবলার।
এ জয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। অপরদিকে সমান সংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে ফাইনালে উঠেছে ভারত। ফাইনালে উঠার পথে নেপালের বিরুদ্ধে ১-০ গোলের জয় তুলে নিয়েছে ভারত।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]